জ্বলদর্চি

দিনের শেষে একটু হাসুন ১৩ অক্টোবর ২০২০

দিনের শেষে

১৩/১০/২০২০

১) আগামী ১৫ অক্টোবর থেকে যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে রাজ্যের সিনেমাহলগুলি খুলতে চলেছে। 

২) বাংলাদেশে অধ্যাদেশ জারি :-
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি "মৃত্যুদণ্ড"!

৩) আজ আই পি এল-এর ২৯-তম ম্যাচে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ এবং চেন্নাই সুপার কিংস, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। 

৪) কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন যে আগামী বছরের শুরুতেই একাধিক উৎস থেকে করোনার প্রতিষেধক পাওয়া যাবে।

৫) বেলুড় মঠের ১১৯ বছরের দুর্গাপুজোয় নিষিদ্ধ দর্শনার্থীদের, হবে না ভোগ বিতরণও!

৬) সিনেমা হল খোলার পর প্রথম বাংলা ছবি মুক্তির অপেক্ষায় রোহন সেন-এর পরিচালনায় "এভাবেই গল্প হোক"!

৭) কোভিড-কালে দায়বদ্ধতার অনন্য নজির :-
গাজিয়াবাদের মোদিনগরের আই এ এস অফিসার সৌম্যা পান্ডে ২৪ দিনের নবজাতককে নিয়ে কাজে যোগদান করলেন। 

৮) অভিভাবকগণকে স্বস্তি দিয়ে কলকাতা হাইকোর্টের রায় :-
রাজ্যের বেসরকারী স্কুলগুলোতে ২০ শতাংশ ফি মকুব!

(বিঃদ্রঃ - দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")
______________________________
একটু হাসুন 

বল্টু : কি রে পাপ্পু, স্কুলে আসছিস না কেন? 
পাপ্পু : বাবা মানা করেছে! 
বল্টু : সে কি রে! 

পাপ্পু : বাবা বলেছে যে একই জায়গায় রোজ রোজ গেলে ইজ্জত থাকে না!
______________________________
 লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
পিচের পথে নাভিশ্বাস 
খানাখন্দে ধানের চাষ
জ্যাম জটলায় হন্যে
আমজনতার জন্যে
কোলকাতাতে দোতলা বাস !!

 ২.
চোর কখনো চোর ধরে না
জোর করে না, শোর করে না। 
যতোই দাও ক্লিনচিট
মিডিয়ায়ও সুপারহিট! 
মরাপাতা সমীরণে মর্মরে না।।
----------------------------------------------------------
প্রকাশিত। 
ক্লিক করে পড়ুন। 

Post a Comment

0 Comments