Today is the 14 October, 2020
আজকের দিন
বাংলায় --২৭ আশ্বিন বুধবার ১৪২৭
আজ, প্রখ্যাত রবীন্দ্র সংগীতশিল্পী অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। ১৯৪৪ খ্রিষ্টাব্দ থেকে পাঁচবছর তিনি শান্তিনিকেতনের সঙ্গীত ভবনের ছাত্র ছিলেন। ১৯৪৮ খ্রিষ্টাব্দ থেকে তিনি বেতারে গান গাইতে আরম্ভ করেন। ছয়ের দশকে তিনিই প্রথম রবীন্দ্রসংগীতের একক অনুষ্ঠান করেন। সঙ্গীত শিক্ষক হিসাবেও খুবই বিখ্যাত ছিলেন ।
আজ, রবীন্দ্র বিশারদ পুলিনবিহারী সেনের প্রয়াণ দিবস। সমগ্র রবীন্দ্ররচনাবলী নির্মাণে তাঁর অবদান বাঙালি চিরকাল স্মরণ করবে।
আজ, বিশিষ্ট কার্টুনিস্ট ও চিত্রশিল্পী শৈল চক্রবর্তীর প্রয়াণ দিবস। শ্রীশৈল নামে বেশি পরিচিত। ইনি রবীন্দ্রনাথের জীবদ্দশায় ইনি ‘ল্যাবরেটরি’ ও ‘প্রগতিসংহার’ ছোটগল্পের ইলাস্ট্রেশন করেন। তাছাড়া, সত্যজিৎ রায়ের প্রথম গল্প ‘বর্ণান্ধ’-র ইলাস্ট্রেশন করেছিলেন। সৃষ্টিশীল জগতে অনবদ্য জুটি ছিলেন শিবরাম চক্রবর্তী ও শ্রীশৈল। শৈলবাবুর ছবি আর শিবরাম গল্প, অসামান্য যুগলবন্দি।কলকাতা পুরসভার লোগোও তাঁরই কীর্তি। কার্টুন আঁকার শেষে সই করতেন ‘Alias’। এই ইংরেজি কথার মানেই ‘ওরফে’। আবার এই ছদ্মনামের মধ্যে লুকিয়ে থাকত শৈল। ইংরেজি শব্দটি উল্টে নিলেই হল।
আজ, ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরের জন্মদিন। ২০১৯ সাল থেকে তিনি লোকসভার বর্তমান সদস্য।ইনি একমাত্র ভারতীয় এবং চারজন আন্তর্জাতিক ক্রিকেটারের মধ্যে একজন যিনি টানা পাঁচটি টেস্ট ম্যাচে শতরান করার নজির গড়েন।
মনীষী উবাচ :
সকল দিক সমানভাবে রক্ষা করা মানুষের পক্ষে দুঃসাধ্য। এইজন্য মানুষকে কোনো - না - কোনো বিষয়ে রফা করিয়া চলিতেই হয়।(রবীন্দ্রনাথ ঠাকুর)
_____________________________________
সংকলক - রুম্পা প্রতিহার
______________________________________
প্রকাশিত। ক্লিক করে পড়ুন।
"কারা অসুর সম্প্রদায়? অনেকেই জানেন না 'অসুর' নামে একটা জনজাতি আছে আমাদের দেশে। নৃতাত্ত্বিক গবেষণায় উঠে এসেছে তাদের নানা কথা। তাদের বিশ্বাস মহিষাসুর তাদের পূর্বপুরুষ। সমীক্ষায় জানা গেছে অস্ট্রিক গোষ্ঠীর এই অনার্য জনজাতি হিন্দু ধর্মের অন্তর্ভুক্ত হয়েও দুর্গাপূজার সম্পূর্ণ বিরোধী। আনন্দ তো দূরের কথা তারা দুর্গাপূজার মণ্ডপ বা প্রতিমা কিছুই দর্শন করে না। উল্টে মুখে কালো কাপড় বেঁধে শোক পালন করেন।
দুর্গাপূজার কিছু ব্যতিক্রমী অনুষঙ্গ : সম্মান অসম্মানের নানা প্রশ্ন
তু ল সী দা স মা ই তি
0 Comments