দিনের শেষে
১৪/১০/২০২০
১) উৎসব উপলক্ষে ২০ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ৩৯২টি স্পেশাল ট্রেন চালাবে ভারতীয় রেল, বাংলার ভাগ্যে ৬৬টি!
২) আন্তর্জাতিক অর্থ ভান্ডার(IMF)-এর তরফ থেকে এক পূর্বাভাষে জানানো হয়েছে যে মাথাপিছু জি ডি পি'র নিরিখে বাংলাদেশেরও পেছনে চলে যেতে পারে ভারত!
৩) Register General of India জানিয়েছেন যে জন্ম-মৃত্যু রেজিষ্ট্রেশনে বাধ্যতামূলক নয় আধার!
৪) আজ আই পি এল-এর ৩০-তম ম্যাচে মুখোমুখি দিল্লি ক্যাপিটলস এবং রাজস্থান রয়ালস, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।
৫) পূর্ব রেলের জেনারেল ম্যানেজার চিঠি দিয়ে রাজ্যের ডেপুটি সেক্রেটারির কাছে জানতে চাইলেন লোকাল ট্রেন চালু করার ব্যাপারে রাজ্যের অভিমত।
৬) রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার পরিষদের সদস্য হতে ব্যর্থ সৌদি আরব!
৭) ৬৪ বছর বয়সে চলে গেলেন পদ্মশ্রী ও সঙ্গীত নাটক একাডেমী পুরস্কার প্রাপ্ত বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী শোভা নাইডু!
৮) ক্যালিফোর্নিয়ার দুর্গাপুজোয় কলকাতা থেকে মন্ত্রপাঠ করবেন পুরোহিত,ভার্চুয়াল আয়োজন!
(বিঃদ্রঃ দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")
__________________________
একটু হাসুন
ডাক্তার : মদ্যপান বন্ধ করেছেন তো?
রোগী : আজ্ঞে হ্যাঁ! তবে কেউ অনুরোধ করলে একটুআধটু চলে!
ডাক্তার : তা ভাল! আপনার সাথে আজ নতুন দেখছি, ইনি কে?
রোগী : আমার সাথেই থাকে, ওই মাঝেমাঝে অনুরোধ করে।
__________________________
লিমেরিক
বিনোদ মন্ডল
১.
পিচের পথে নাভিশ্বাস
জ্যাম জটলায় হন্যে
আমজনতার জন্যে
কোলকাতাতে দোতলা বাস !!
২.
চোর কখনো চোর ধরে না
জোর করে না, শোর করে না।
যতোই দাও ক্লিনচিট
মিডিয়ায়ও সুপারহিট!
মরাপাতা সমীরণে মর্মরে না।।
------------
0 Comments