জ্বলদর্চি

দিনের শেষে একটু হাসুন ১৮ অক্টোবর ২০২০

                              দিনের শেষে 
 
১৮/১০/২০২০

১) অবশেষে আনুষ্ঠানিকভাবে মোহনবাগান ক্লাবের হাতে তুলে দেওয়া হল আই লিগ চ্যাম্পিয়ন ট্রফি

২) চাঁদেও এবার 4G,নোকিয়াকে দিয়ে এল টি ই কানেকটিভিটি চন্দ্রপৃষ্ঠে পৌঁছে দেবে NASA! 

৩) NEET পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান সাউথ পয়েন্ট স্কুলের ছাত্র সায়ক বিশ্বাস(৭০৫/৭২০)!

৪) নৌসেনার স্টেলথ ডেসট্রয়ার শ্রেণীর যুদ্ধজাহাজ "INS CHENNAI"-থেকে ব্রক্ষ্মস ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ! 


৫) আজ আই পি এল-এর ৩৬-তম ম্যাচে মুখোমুখি কিংস ইলেভেন পাঞ্জাব এবং মুম্বই ইন্ডিয়ানস, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। 

৬) জেট এয়ারওয়েজ নিলামে জিতে নিল ইংল্যান্ডের কোম্পানি কালরক ক্যাপিটাল এবং সংযুক্ত আরব আমিরশাহীর মুরারিলাল জালানের কোম্পানি! 

৭) মারকিন কংগ্রেসে বৃদ্ধি পেতে চলেছে ভারতীয় বংশোদ্ভূত সদস্য সংখ্যা! 

৮) আগামী ২৮ অক্টোবর থেকে ভারত-বাংলাদেশ বিমান চলাচল চালু হতে চলেছে। 

(বিঃদ্রঃ দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")
_________________________
একটু হাসুন 

পাপ্পু : বলতে পারবি বল্টু, স্বামী-স্ত্রী'র মধ্যে ঝগড়ার জন্য  দায়ী কে? 
বল্টু : না, আমার জানা নেই! তুই-ই বল্! 
পাপ্পু : দায়ী হল 'পুরোহিত'! কারণ আগুনে ঘি তিনিই প্রথম ঢেলেছিলেন!
----------------------------------------
লিমেরিক 

বিনোদ মন্ডল 
১.
শপিং মলে গার্ড বলে-- খাড়াটি হন লাইনে । 
কাউন্টারে পেমেন্ট দিলে, ডেলভারি অনলাইনে। 
  ক্রেতা শুধায় কেতা নিয়ে -- ডিয়ার হাসিনা -রা! 
  কলকাতায় নয় ; উকিল আমি -- ডুয়ার্স হাসিমারায় --
মাল দিন আমার হাতে হাতে, প্লিজ কথা কন আইনে !! 

২.
সাপকাটায় ঝাড়ফুঁকে মিছে যায় প্রাণটি। 
বিজ্ঞানে কী বলে -- খাড়া রাখো কানটি। 
ভূত প্রেত ডান  ব্রেম্ভদত্যি
বুজরুকি সব ; নেইরে সত্যি --
বক্তার দশ আঙুলে পাথুরে পাঁচ আঙটি !!
-----------------------------------------
প্রকাশিত 
ক্লিক করে পড়ুন 

আধুনিক চিত্রশিল্পের ইতিহাস 
শ্যামল জানা 



Post a Comment

0 Comments