জ্বলদর্চি

দিনের শেষে একটু হাসুন ১৯ অক্টোবর ২০২০

                              দিনের শেষে 
১৯/১০/২০২০

১) আয় বৃদ্ধির প্রয়াসে প্যান্ট্রি কার(Pantry Car) বাতিলের সিদ্ধান্ত নিল ভারতীয় রেল, ১০ হাজার কর্মী কাজ হারাতে পারেন! 

২) প্রথম বাঙালি হিসাবে জারমানি-র ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শান্তি পুরস্কার পেলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন! 

৩) কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন যে গত জুলাই মাস থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে করোনার গোষ্ঠী সংক্রমণ! 

৪) পুজো বন্ধ শুনানিতে কলকাতা হাইকোর্টের রায়-- 
প্রতিটি পুজামণ্ডপ হবে কনটেইনমেন্ট জোন, মন্ডপে প্রবেশ নিষিদ্ধ দর্শনার্থীদের !

৫) দেশের স্বাধীনতা ৭৫ বছর পূর্তি উপলক্ষে ২০২২ সালে "গগনযান মিশন" ৩ জন মহাকাশচারীর মহাশূন্যে পাঠানোর পরিকল্পনা করেছে ISRO! 

৬) বেতন(১ লক্ষ ৫০ হাজার ৪০২ পাউন্ড) কম হওয়ায় ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন! 

৭) বিশ্বের অন্যতম সেরা সংবাদসংস্থা Financial Times-এর সঙ্গে এবার গাঁটছড়া বাঁধল Money Control Pro. 

৮) আবার নতুন করে করোনায় কাঁপছে গোটা ইউরোপ, ফ্রান্সের পর সংক্রমণ রুখতে বিধিনিষেধ জারি করল ইতালি

(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")

                      ---------------------------

একটু হাসুন 

বন্ধুদের আড্ডা-য় হঠাৎ করে পাপ্পু বলে উঠল -
" সকালে একটা চরম সত্য জানতে পারলাম!"
বল্টু : কি সেই চরম সত্য? 
পাপ্পু : ধূপ দু'রকমের হয়! ঠাকুরের সামনে জ্বালানো ধূপ আর মশা মারার ধূপ! এদের মধ্যে কোন পার্থক্য নেই! জ্বালালে ভগবানও আসে না, মশাও যায় না!
                         ---------------------------

লিমেরিক 
বিনোদ মন্ডল 
 
১.
হোক ভিড় দোকানে,  দোকানির লাভ 
গণযানে বাসে ট্রেনে  আসন ফিল আপ
যতটুকু  যেতে হবে  যাই রে
অকারণে যাওয়া নয় বাইরে 
ঘরে থাকি সাবধানে করোনা - বিলাপ। 

২.
চক্রধারী চ্যাটার্জী -- লোক পন্ডিচেরি'র
চারিধারই ঘরের কঞ্চি দিয়ে গন্ডি ঘেরি
চালু করেন চালের আড়ত। 
ভাতের সাথে মহাভারত --
চর্চা করেন কথকঠাকুর --চতুর্বেদী পন্ডিতেরই !!
--------------------------------
আরও  পড়ুন 
ক্লিক করুন 👇

Post a Comment

0 Comments