জ্বলদর্চি

দিনের শেষে একটু হাসুন ২০অক্টোবর ২০২০

                           দিনের শেষে 

২০/১০/২০২০

১) পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের কর্মীগণের পুজোর ছুটি বাতিল করা হল! 

২) মহাপ্রলয়ের ইঙ্গিত! ভয়াবহ ভূমিকম্পের কবলে আলাস্কা! 

৩) দর্শকশূণ্য মন্ডপে পুজোর রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ "ফোরাম ফর দুর্গোৎসব"!

৪) আই পি এল-এর ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসাবে ২০০ ম্যাচে অংশগ্রহণ করলেন মহেন্দ্র সিং ধোনি! 

৫) প্রায় তিন মাস পর দেশে করোনা-য় আক্রান্ত ৫০ হাজারের নীচে নামল! 

৬) আজ আই পি এল-এর ৩৮-তম ম্যাচে মুখোমুখি কিংস ইলেভেন পাঞ্জাব এবং দিল্লি ক্যাপিটলস, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। 

৭) International Cricket Council(ICC)- এর চেয়ারম্যান পদের লড়াই-এ থাকছেন না সৌরভ গাঙ্গুলী! চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন পত্র জমা দিলেন দু'জন-
নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে এবং সিঙ্গাপুরের ইমরান খোয়াজা! 

৮) মাইক্রোসফট-এর প্রতিষ্ঠাতা বিল গেটস জানিয়েছেন যে আগামী দিনে করোনা মোকাবিলায় সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতবর্ষের গবেষণা এবং পরিকাঠামো! 

৯) ভেস্তে গেল দ্বিতীয় দফার সংঘর্ষবিরতি চুক্তি! বিতর্কিত নাগর্নো-কারাবাখ অঞ্চলের দখল নিয়ে ফের রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হল আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে! 

(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")
                --------------------------

একটু হাসুন

স্বামী : আমি রোজ সকালে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সবাই যেন তোমার মতো স্ত্রী পায়! 
স্ত্রী : ও মা, তাই! আমাকে তোমার এত ভাল লাগে! 
স্বামী : না, ঠিক তা' নয়! বলছিলাম যে আমি শুধু একা ভুগব কেন!!
                 ---------------------------
লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
অপু তুমি ফিরে এসো সংসারে 
আলো - ধ্বনি  - পর্দার  দরবারে । 
    বেইমান শমণেই
    নেই মন, ভালো নেই  
সপ্রাণ তোমায়  দেখে সবার  মন সারে !! 
২.
মাস্কবিহীন ঘোরে - ফেরে বাচ্চা থেকে বুড়ো 
মল বাজারে কেনাকাটায়  প্রবল তাড়াহুড়ো । 
বন্দি যারা চার দেওয়াল ;
সবার মুখে একই সওয়াল --
বলো কবে দেখা দেবে কোভিদেরই চুড়ো।।
--------------------------------
আগামীকাল প্রকাশ পাবে 
------------------------------------------------------
আরও  পড়ুন 
২০২০ নোবেলবিজয়ী লুইজ গ্লাক-র গুচ্ছকবিতা
অনুবাদ - সৌ মে ন  শে খ র

ক্লিক করুন 👇

Post a Comment

0 Comments