জ্বলদর্চি

পুজোর গুচ্ছ ছড়া / মায়া দে

পুজোর গুচ্ছ ছড়া 

মা য়া  দে


মর্তে এলেন মা দুর্গা

ঢ্যাম কুড়াকুড় ঢ্যাম কুড়াকুড় 
তাকুড় তাকুড় তাক
মা দুর্গা মর্তে এলেন
বাজা কষে ঢাক।

আজ আকাশে মেলছে ডানা
সাদা মেঘের ভেলা
আগমনীর সুরে সুরে
কাশের ঝালর দোলা।

ঢ্যাম কুড়াকুড় ঢ্যাম কুড়াকুড়
তাকুড় তাকুড় তাক
মা দুর্গা মর্তে এলেন
বাজা কষে ঢাক।

আজ জলটলমল দীঘির বুকে
নাচন তালে তালে
ধানের শীষে লাগছে মাতন
হাওয়ায় দোলে দোলে।

ঢ্যাম কুড়াকুড় ঢ্যাম কুড়াকুড়
তাকুড় তাকুড় তাক
মা দুর্গা মর্তে এলেন
বাজা কষে ঢাক।

আজ চাঁপা ফুলের রং লেগেছে
রোদের আঁচল খানা
মা দুর্গা এলেন বলে
রোদের শামিয়ানা।

ঢ্যাম কুড়াকুড় ঢ্যাম কুড়াকুড়
তাকুড় তাকুড় তাক
মা দুর্গা মর্তে এলেন 
বাজা কষে ঢাক।

আজ আঁচল ভরে ফুল তুলেছি 
শিউলি শাপলা শালুক
ধূপধুনো পুজোর গন্ধে
মাতলো সারা মুলুক।

ঢ্যাম কুড়াকুড় ঢ্যাম কুড়াকুড়
তাকুড় তাকুড় তাক
মা দুর্গা মর্তে এলেন
বাজা কষে ঢাক।

মাগো তুমি প্রণাম নিও
আশিস দিও প্রাণে
জয়-ধ্বনি তোলরে সবাই 
মায়ের জয় গানে।

ঢ্যাম কুড়াকুড় ঢ্যাম কুড়াকুড়
তাকুড় তাকুড় তাক
মা দুর্গা মর্তে এলেন
বাজা কষে ঢাক।

দুর্গা  দেবী সেয়ানা হেবি

দুর্গা দেবী সেয়ানা হেবি
ভড়ং দেখা ভার
সাজ গোজে রাজেদ্রানী
দারুণ অহংকার।

স্বামী বলে মানে না শিবে
বলেন ইউ আর ন্যাস্টি
স্বামী ফেলে মর্তে এসে
করেন ফস্টি নস্টি।

চরণ দুটি পড়ে না ভুঁইয়ে
সিংহের পিঠে চেপে
যত্রতত্র র‍্যালা মারে
স্নো লিপস্টিক মেখে।

অসুর কূলের কী আর দোষ 
মক্ষিরাণী সেজে
রূপ দেখিয়ে মারবে শেষে
বক্ষে ত্রিশূল গুঁজে।

স্বর্গের যত দেবতাগণ
সবই তো তার নেওটা
অস্ত্র দিল দশটা হাতে
ত্রিশূল দিল ফেউটা।

ফেউটা ঘোরে শ্মশানে মশানে
থোড়াই কেয়ার করে
অসুর মেরে দারুণ ফেমাস 
মর্তের ঘরে ঘরে।

হয়েছে তেমনি মেয়ে দুটো
ছেলে দুটোও তেমনি
গোল্লায় গেছে এক একটা
তৈরি হয়েছে যেমনি।

মণ্ডপে মণ্ডপে নানা রূপে
দিচ্ছে ফ্যাশান পোজ
আ্যকশন দিয়ে ছেলে মেয়েদের
মাথা খাচ্ছে রোজ।

লেগেই থাকে ভিড় ভাট্টা 
কাজ কি নেই কারো? 
সেজেগুজে রাস্কেলগুলো
মণ্ডপে হয় জড়ো?

কেলেঙ্কারির কি আর বাকি
উচ্ছন্নে গেল সব
দেব দুর্গার পাল্লায় পড়ে
করছে দুর্গোৎসব।

এক দিন নয় দু দিন নয়
চার চার দিন ধরে?
মাইক বাজিয়ে ঢাক পিটিয়ে
মাতবে জগৎ জুড়ে?

ক্ষেমা দে মা দুর্গা দেবী
স্ট্যামিনা ভারি তোর 
স্বর্গে গিয়ে রাজ্য চালা মা 
পায়ে পড়ি তোর।

বীরাঙ্গনা মা দুর্গা

বীরাঙ্গনা মা দুর্গা বধ করেছেন অসুর
দশটি হাতে অস্ত্র নাচে যুদ্ধে নানান কসুর।

মহিষাসুরের দর্প চূর্ণ মায়ের পায়ের তলায়
হুঙ্কার সব ফুৎকারে ওড়ে ত্রিশূল খোঁচার ঠেলায়।

এসো তুমি  মা দুর্গা স্বর্গ হতে  মর্তে
চারটে দিন রাখবো ধরে এসো মা এই শর্তে।

বিদায় দিতে জগৎ বাসী চোখের জলে ভাসায়
আবার একটা বছর মাগো থাকবো আশায় আশায়।

Post a Comment

1 Comments

  1. Second rhyme is more beautiful than the rest of rhymes.

    ReplyDelete