জ্বলদর্চি

দিনের শেষে একটু হাসুন ২১ অক্টোবর ২০২০

                           দিনের শেষে 


২১/১০/২০২০

১) "কোয়ালকম"-এর সঙ্গে জোট বেঁধে টেলিকম প্রযুক্তিতে 5G হাই স্পিডের নেটওয়ার্ক নিয়ে হাজির হতে চলেছে ভারতীয় বিলিওনিয়র মুকেশ আম্বানি-র Jio! 

২) শ্রীলঙ্কা প্রিমিয়ার ক্রিকেট লীগে দল কিনলেন অভিনেতা সলমন খানের পরিবার, দলের নাম "ক্যান্ডি টাস্কার্স"! ২১ নভেম্বর থেকে ৫টি দল নিয়ে প্রতিযোগিতা শুরু হচ্ছে। 

৩) এবারে বেলুড় মঠে ভার্চুয়াল সম্প্রচারেই হবে দেবীদর্শন! 

৪) করোনা নিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য-র লেখা বই প্রকাশ করলেন সৌরভ গাঙ্গুলী! 

৫) সত্যজিৎ রায়ের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ফেলুদা ও প্রফেসর শঙ্কু-কে নিয়ে একসাথে ছবি প্রযোজনা করতে চলেছেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, পরিচালনার দায়িত্বে সন্দীপ রায়! 

৬) আজ আই পি এল-এর ৩৯-তম ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর,আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। 

৭) বিশ্বাসভঙ্গের অভিযোগে ওয়াশিংটন ডিসি-র ফেডেরাল কোর্টে Google-এর বিরুদ্ধে মামলা দায়ের করল আমেরিকা, গত দু'দশকে কোনও প্রযুক্তি সংস্থার বিরুদ্ধে সবথেকে বড় মামলা এটি। 

৮) সর্বনাশা বন্যার কবলে পড়ে বিপর্যস্ত ভিয়েতনাম! 

৯) দেশের ৭০ লক্ষ চিকিৎসক এবং সংশ্লিষ্ট কর্মীগণ প্রথমে করোনা-র প্রতিষেধক পাবেন, জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ।

(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")

            
একটু হাসুন 

শিক্ষক : পাপ্পু, বল্ তো, ভাগ্যবান-এর ইংরেজি কি! 
পাপ্পু : স্যার, Unmarried! 
শিক্ষক : কোথা থেকে জেনেছিস? 
পাপ্পু : বাবা বলেছে।

                
লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
টাকী কলেজের এক ননটিচিং 
কুঁয়োয় ঢালে দু কেজি ব্লিচিং। 
চান করে হৃষীকেশ 
ক্রমে নিমাই সন্ন্যেস 
চুল উঠে শ্রীটাক  --  ফাঁক চিচিং। 

২.
কে ডাকে পুলিশ সেটাই ধাঁধা ! 
সাঁঝবেলা তোলে পুজোর চাঁদা 
অচেনা দুই জালিয়াত
নিরাবৃত মুখ ও হাত
ধরা পড়ে দোঁহে জুড়লো কাঁদা।
--------------------------------
প্রকাশিত।  ক্লিক করে পড়ুন। 

-------------------
আরও  পড়ুন 
২০২০ নোবেলবিজয়ী লুইজ গ্লাক-র গুচ্ছকবিতা
অনুবাদ - সৌ মে ন  শে খ র

ক্লিক করুন 👇

Post a Comment

0 Comments