জ্বলদর্চি

দিনের শেষে একটু হাসুন ২২ অক্টোবর ২০২০

                           দিনের শেষে 

২২/১০/২০২০

১) আগামী ২০ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ফুটবলের ৭ম ISL(Indian Super League).

২) বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বৈজ্ঞানিক সৌম্যা স্বামীনাথন জানিয়েছেন যে আগামী বছরের শুরুতে কমপক্ষে দু'ধরনের করোনা প্রতিষেধক পাওয়া যাবে। 

৩) আজ থেকে চালু হয়ে গেল  কলকাতা -আন্দামান বিমান পরিষেবা! 

৪) আজ আই পি এল-এর ৪০-তম ম্যাচে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ এবং রাজস্থান রয়ালস, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। 

৫) আজ সকালে ট্যাঙ্ক ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র "নাগ"-এর চূড়ান্ত পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল করল Defence Research and Development Organization(DRDO).

৬) নাসা-র মহাকাশযান ২০ কোটি মাইল দূরে গ্রহাণু "বেণু"-তে পা রাখল! 

৭) "নেদারল্যান্ডস ক্যান্সার ইনস্টিটিউট"-এর গবেষকগণ মানবশরীরের গলার উপরের দিকে হাজার হাজার আণুবীক্ষণিক লালাগ্রন্থি(Salivary glands)দেখতে পেয়েছেন, যা  মানবশরীরে নতুন! নাম দেওয়া হয়েছে "টিউবারিয়াল লালাগ্রন্থি"!

৮) পর্যটক ছাড়া প্রবাসী ও বিদেশী নাগরিকদের ভারতে আসার অনুমতি দিল কেন্দ্র! 

(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")

একটু হাসুন 

স্ত্রী : হ্যাঁ গো! শুনলাম স্বর্গে নাকি একইসাথে স্বামী-স্ত্রী'কে থাকতে দেয় না! 

স্বামী : ঠিকই শুনেছ গো! সেইজন্যই তো সে'টা স্বর্গ!


লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
ছত্রধরের ছাতার পাশে ছাউনি  ফেলে গুরুং! 
ক্ষমতার ছুকছুকানি আবার হলো শুরুং। 
গঙ্গাফড়িং গদি
গহিন নিরবধি । 
ছররা- গুলির হাতছানিতে বক্ষ দুরুদুরুং। 

২.
গেল সালে দিল্লি গিয়ে ডিসেন্ট্রি
সন্দেহ 'র সেই রেলগাড়ি আজ নো পেন্ট্রি ! 
মানতে হবে নিরুপায়  ;
আদালত দিলেন রায়
দেবী দুর্গার মন্ডপে বোর্ড নো এন্ট্রি !!
--------------------------------
প্রকাশিত।  ক্লিক করে পড়ুন। 

-------------------
আরও  পড়ুন 
২০২০ নোবেলবিজয়ী লুইজ গ্লাক-র গুচ্ছকবিতা
অনুবাদ - সৌ মে ন  শে খ র

ক্লিক করুন 👇
জ্বলদর্চি পেজ-এ লাইক দিন।👇

Post a Comment

0 Comments