জ্বলদর্চি

দিনের শেষে একটু হাসুন ২৩ অক্টোবর ২০২০

                           দিনের শেষে 

২৩/১০/২০২০

১) দূরদর্শনের পর্দায় বাংলা ধারাবাহিকের মধ্যে জনপ্রিয়তার নিরিখে প্রথম তিনটি ধারাবাহিক হল পর্যায়ক্রমে মোহর, খড়কুটো এবং করুণাময়ী রাণী রাসমণি! 

২) হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির এক হাসপাতালে ভর্তি হলেন ৬১ বছর বয়স্ক কিংবদন্তি ক্রিকেটার কপিলদেব

৩) কলকাতার ১৯/সি নীলমণি মিত্র স্ট্রীট দর্জিপাড়ার মিত্রবাটিতে মহাষ্টমীর সন্ধিপূজা হয় ১০৮ নীল অপরাজিতা ফুল দিয়ে। 

৪) আগামী বছর বিশ্ববন্দিত চিত্রপরিচালক সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে রাজর্ষি দে পরিচালিত বাংলা ছায়াছবি "আবার কাঞ্চনজঙ্ঘা" প্রস্তুতির পথে! 

৫) আজ আই পি এল-এর ৪১-তম ম্যাচে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ানস এবং চেন্নাই সুপার কিংস, শারজা ক্রিকেট স্টেডিয়ামে।

৬) Russian Direct Investment Fund-এর সাথে  গাঁটছড়া বেঁধে Sputnik-V'এর পরীক্ষামূলক করবে Dr.Reddy's laboratories

৭) গত ২৪ ঘন্টায় বাংলায় করোনা-য় সর্বোচ্চ সংক্রমণ ৪,১৫৭ !

৮) ফরমাট বদলে নতুন বছরের প্রথম সপ্তাহে শুরু হতে চলেছে ফুটবলের আই লিগ, কলকাতা থেকে একমাত্র মহামেডান স্পোর্টিং ক্লাব প্রতিনিধিত্ব করবে! 

(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")


একটু হাসুন 

স্ত্রী : আমি যদি হারিয়ে যাই, তবে তুমি কি করবে? 

স্বামী : কাগজে বিজ্ঞাপন দেব! 

স্ত্রী : কি লিখবে? 

স্বামী : যে পাবে, তার!


লিমেরিক 

বিনোদ মন্ডল 

ভূষণ ভদ্রের ভায়রাভাই, ভাটপাড়াতে ভদ্রাসন 
চটকলের কাজ হারিয়ে করল শুরু আন্দোলন । 
ভাদ্র মাসের ভরদুপুর 
বিক্ষোভে সব ভাঙচুর ! 
ভাড়াকরা ভাঁড় পুলিশে -- ভাগিয়ে দেখায় বৃন্দাবন ! 

২.
বিশ্বজুড়ে দেবীর বোধন হলো শারদপ্রাতে
নেতামন্ত্রী সেলিব্রিটির ভাষণ - মৌতাতে --
যিনি কাড়েন মুখের হাসি 
তিনিই বাজান মোহন-বাঁশি
আমার সন্তান যেন থাকে দুধে ভাতে !
--------------------------------
প্রকাশিত।  ক্লিক করে পড়ুন। 

-------------------
আরও  পড়ুন 
২০২০ নোবেলবিজয়ী লুইজ গ্লাক-র গুচ্ছকবিতা
অনুবাদ - সৌ মে ন  শে খ র

ক্লিক করুন 👇
জ্বলদর্চি পেজ-এ লাইক দিন।👇

Post a Comment

0 Comments