দিনের শেষে
৬/১০/২০২০
১) পথ দুর্ঘটনায় নিহত আফগানিস্তানের জাতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান ২৯ বছর বয়স্ক নাজিব তারাকাই!
২) করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন আমাদের গর্ব সৌমিত্র চট্টোপাধ্যায়!
৩) কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক তাঁদের নির্দেশিকায় জানিয়েছেন যে ১৫ অক্টোবর থেকে দেশব্যাপী স্কুল/কলেজ খোলা যেতে পারে!
৪) আজ আই পি এল-এর ২০-তম ম্যাচে আবুধাবি-র শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ানস এবং রাজস্থান রয়ালস!
৫) কৃষ্ণ গহ্বর(Black Hole)-সংক্রান্ত গবেষণার জন্য এবারে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করলেন ব্রিটেনের ৮৯ বছর বয়স্ক বিজ্ঞানী রজার পেনরোজ, জারমানির ৬৮ বছরের বিজ্ঞানী রেইনহার্ড গেঞ্জেল, আমেরিকার ৫৫ বছরের মহিলা বিজ্ঞানী আন্দ্রেয়া ঘেজ্!
৬) মহামান্য সুপ্রীম কোর্ট নির্দ্বিধায় জানাল যে হাথরাসের ঘটনা বিভৎস এবং এককথায় অভাবনীয়!
৭) আগামী ৮ অক্টোবর থেকে নদীয়ার কল্যাণী স্টেডিয়ামে শুরু হতে চলেছে দ্বিতীয় ডিভিশন ফুটবল আই লিগ!
৮) কলকাতার মহামেডান স্পোর্টিং ক্লাব চুক্তিবদ্ধ হল মার্কিন কোম্পানি বাঙ্কারহিল-এর সাথে!
(বিঃদ্রঃ দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")
-----------------------------------------------------------
একটু হাসুন
ছেলে : বাবা, আমি এইবার ডাক্তারি পড়ব!
বাবা : ভাল তো! তা' লক্ষ্য কি?
ছেলে : করোনা-র প্রতিষেধক আবিষ্কার করতে চাই!
বাবা : সে কি রে! যে করোনা তোকে বিনা পরীক্ষায় উচ্চমাধ্যমিকে পাশ করিয়ে দিল, তা'কে মারবি? ও থাকলে বিনা পরীক্ষায় ডাক্তারও হয়ে যেতে পারিস!
_______________________________
1 Comments
১ নং অসাধারণ কবি।
ReplyDeleteবিনম্র শ্রদ্ধা জানাই কবি।।