জ্বলদর্চি

দিনের শেষে একটু হাসুন ৭ অক্টোবর ২০২০

দিনের শেষে

৭/১০/২০২০
******************
১) রিলায়েন্স রিটেল-এ চার সপ্তাহের মধ্যে এল ৩৭,৭১০ কোটি টাকার বিনিয়োগ!

২) অবশেষে ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে গেল ফুটবলের ইন্ডিয়ান সুপার লিগ(ISL)!

৩) আজ আই পি এল-এর ২১-তম ম্যাচে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস, আবুধাবি-র শেখ জায়েদ স্টেডিয়ামে। 

৪) ক্যান্সার চিকিৎসায় নতুন দিশা দেখিয়ে ২০২০ সালের রসায়নে নোবেল পুরস্কার পেলেন দুই মহিলা রসায়নবিদ -আমেরিকার জেনিফার এ দৌদেনা এবং ফ্রান্সের ইমানুয়েল চারপেন্টার! 

৫) এ বছর বাংলাদেশে ৩১ হাজারের মতো দুর্গাপুজো হচ্ছে, গতবারের থেকে প্রায় দু'হাজার কম! 

৬) ৪৩ হাজার কোটি টাকার বিনিময়ে Reliance Jio'র শেয়ার কিনল facebook! 

৭) নয়া গাইডলাইন কেন্দ্রের -
কনটেইনমেন্ট জোনে প্রকাশ্যে দুর্গাপুজো নয়! 

৮) State Bank Of India(SBI)-র নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন দীনেশকুমার খারা! 

(বিঃদ্রঃ দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")

---------------------------------
একটু হাসুন

পাপ্পু : জানিস বল্টু, আমার গার্লফ্রেন্ড মনে হয় আমাকে ঠকাচ্ছে! 
বল্টু : কি করে বুঝলি? 
পাপ্পু : কাল বিকেলে ওকে ফোন করে জানতে চেয়েছিলাম যে "কোথায় আছো?",তা' বলল-"মাম্পির সাথে আছি!"
বল্টু : ভাল তো! বান্ধবীর সাথে ছিল! 
পাপ্পু : কিন্তু ওর বান্ধবী মাম্পি তো পুরো বিকেলটা আমার সাথে ছিল।
________________________________

  লিমেরিক 
বিনোদ মন্ডল 

চাই না এবার পূজার চাঁদা 
দিনে দশবার নেই তাগাদা। 
 রাখা প্রণামীর পাত্র
পারহেড পঞ্চাশ মাত্র 
সাদামনে আমাদের নেই কাদা।

রাস্তা দিয়ে আস্থা করবো জয়। 
শশব্যস্ত কার্যে অস্তোদয় ;
তবু জনগণেশেই জানি 
কভু পদ্মপাতায় পানি --
রাস্তায় শেষ আস্তানারই ভয়।
--------------------------------------------

Post a Comment

0 Comments