জ্বলদর্চি

৮ অক্টোবর ২০২০

Today is the 8th October, 2020

আজকের দিন 
বাংলায় --- ২১  আশ্বিন ১৪২৭ বৃহস্পতিবার 

আজ, ভারতীয় বায়ুসেনা দিবস। ১৯৩২ সালের ৮ অক্টোবর ভারতীয় বায়ুসেনা প্রতিষ্ঠা হয়েছিল৷ সেই কারণে এই দিনটিকে বায়ুসেনা দিবস হিসাবে পালন করা হয়।এই বাহিনীর প্রাথমিক দায়িত্ব হল ভারতের আকাশপথ সুরক্ষিত রাখা ও আকাশে সংঘটিত যুদ্ধ পরিচালনা করা।প্রসঙ্গত,ভারতের রাষ্ট্রপতি বায়ুসেনার সর্বাধিনায়ক।

আজ, আধুনিক ভারতীয় লেখক মুন্সী প্রেমচাঁদের প্রয়াণ দিবস। আসল নাম ধনপত রায়। তবে মুন্সী প্রেমচাঁদ নামেই জনপ্রিয়।  এই জীবনবাদী সাহিত্যিক হিন্দি সাহিত্যে ‘উপন্যাস-সম্রাট’ হিসেবে খ্যাত।  ১৯১০ সালে 'বড়ে ঘর কী বেটি' প্রকাশিত হলে উর্দু সাহিত্যে তিনি স্থায়ী আসন লাভ করেন। তাঁর  সর্বশ্রেষ্ঠ উপন্যাস 'গোদান'। তাঁর প্রায় যাবতীয় সাহিত্যকর্ম বাংলা ভাষায় অনূদিত ও বহুল পঠিত।

আজ, সমাজতান্ত্রিক  রাজনৈতিক  নেতা জয়প্রকাশ নারায়ণের প্রয়াণ দিবস। জে.পি বা লোকনায়ক নামে পরিচিত। ১৯৬৫ সালে জনকল্যাণকামী কাজের জন্য ম্যাগসেসে পুরস্কারে সম্মানিত হন। ১৯৯৯ সালে মরণোত্তর ভারতরত্ন পুরস্কারে ভূষিত হন।

আজ,ভারতীয় হিন্দি  সিনেমার অভিনেতা রাজকুমারের জন্মদিন। আসল নাম কুলভূষণ পণ্ডিত। পুলিশের  সাব ইনস্পেক্টার হয়ে মুম্বাইয়ে আগমন।প্রথম সিনেমা ১৯৫২ তে রঙ্গিলী, শেষ সিনেমা God and Gun। 

আজ, ভারতীয় বিপ্লবী ভূপেন্দ্রকুমার দত্তের জন্মদিন। যুগান্তর দলের নেতা হিসাবে তাঁর বিশেষ অবদানের পাশাপাশি ১৯১৭ সালের ডিসেম্বরে তিনি বিলাসপুর কারাগারে ৭৮ দিন অনশন করেছিলেন।

আজ,সেতার ও সানাইবাদক উস্তাদ আলাউদ্দিন খাঁ  সাহেবের জন্মদিন। ইনি সেতার ও সানাই এবং রাগ সঙ্গীতে বিখ্যাত ঘরানার গুরু হিসাবে সারা বিশ্বে  সমাদৃত।তাছাড়াও সাক্সোফোন, বেহালা, ট্রাম্পেট সহ আরো অনেক বাদ্যযন্ত্রে তাঁর দক্ষতা ছিল অপরিসীম। তাঁর সুবিখ্যাত শিষ্যরা হলেন পণ্ডিত রবি শঙ্কর, পণ্ডিত নিখিল ব্যানার্জী, বসন্ত রায়, পান্নালাল ঘোষ সহ আরো অনেকে নামজাদা ব্যক্তি।

১৭৩৫ সালে আজকের দিনে ফরাসী গণিত ও ভুগোলবিদরা পৃথিবীর সঠিক কাঠামো চিহ্নিত করার জন্য প্রথম গবেষণা কাজ শুরু করেন। এ জন্য ফরাসী সরকার ঐ গবেষণা কাজের জন্য বিপুল অর্থ বরাদ্দ করে। বিজ্ঞানীরা ব্যাপক গবেষণা চালিয়ে পৃথিবীর বিষুবরেখা ও দুই মেরুর ভেতরের দিকে চেপে থাকার বিষয়টি আবিষ্কার করেন।


মনীষী উবাচ :
গৃহ, যা মানুষের স্নেহপ্রেমের নিভৃত নিকেতন, কল্যাণের চিরউৎসভূমি, পৃথিবীর আর সমস্তই লুপ্ত হয়ে গেলে যেখানে একটুখানি স্থান থাকা মানুষের পক্ষে চরম আবশ্যক।(রবীন্দ্রনাথ ঠাকুর)
______________________________________
সংকলক - রুম্পা প্রতিহার 
--------------------------------------------------------------

দলিত কন্যার যৌন নির্যাতনের ঘটনায় সারা দেশ তোলপাড় এখন। বিখ্যাত লেখক ড. কুসুম বিয়োগী-র কলমে তেমনই এক দলিত কন্যার কাহিনী নিয়ে ছোট গল্প। অসহায় আত্মসমর্পণ নয়। আত্মরক্ষার রোমহষর্ক কাহিনী। অনুবাদ করেছেন - চিন্ময় দাশ।
অলংকরণ - রবীন্দ্রনাথ কপাট। 





Post a Comment

0 Comments