জ্বলদর্চি

দিনের শেষে একটু ভাবুন ১০ নভেম্বর ২০২০



দিনের শেষে 
১০/১১/২০২০

১) আজ থেকে চালু হয়ে গেল  ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভারতীয় যাদুঘর, সায়েন্স সিটি, বিড়লা ইন্ডাস্ট্রিয়াল এন্ড সায়েন্স মিউজিয়াম! 

২) আজ আই পি এল-এর ফাইনাল ম্যাচে মুখোমুখি দিল্লি ক্যাপিটলস এবং মুম্বই ইন্ডিয়ানস, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে! 

৩) সুপারনোভাজ-কে হারিয়ে মহিলা টি-টোয়েন্টি চ্যালেঞ্জ প্রতিযোগিতা-য় চ্যাম্পিয়ন হল ট্রেলব্লেজার্স! 

৪) গ্রীণ ট্রাইব্যুনালের কড়া নির্দেশ :-
আজ থেকে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত গোটা দেশে বাজি নিষিদ্ধ! গাইড লাইন অনুযায়ী দীপাবলীর দিন ২ ঘন্টা (রাত ৮টা থেকে ১০টা) পরিবেশ-বান্ধব বাজি ফাটানো যাবে। 

৫) আগামীকাল থেকে করোনা বিধিনিষেধ মেনেই ২৩৮ দিন পর রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা চালু হতে চলেছে। 

৬) টয়ট্রেন পরিষেবা চালু করার ব্যাপারে উদ্যোগী হল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ! 

৭) পাইলটদের লাইসেন্স সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক নিয়ম না মানায় এইবার ১৮৮টি দেশে নিষিদ্ধ হতে পারে পাকিস্তান এয়ারলাইন্স

৮) অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে স্টেডিয়ামে দর্শকদের প্রবেশের অনুমতি দিল ক্রিকেট অষ্ট্রেলিয়া!

৯) বিশ্বের কনিষ্ঠতম কম্পিউটার প্রোগ্রামার হিসাবে  গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করল আহমেদাবাদের ৬ বছরের আরহাম ওম তালসানিয়া! 

১০) বিহার বিধানসভা নির্বাচনের ভোটগণনা এখনও চলছে! 

(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")

একটু হাসুন 

পাপ্পু : জানিস বল্টু, আজ তাজ্জব হয়ে গেলাম এক নেতার উত্তর শুনে! 
বল্টু : খুলে বল্ ব্যাপারটা !
পাপ্পু : পাড়ার জাঁদরেল নেতা কেলো দা'র কাছে জানতে চাইলাম -"রাজনীতি ছাড়লে কেন, কেলো দা?"
উত্তর পেলাম -"ইদানিং রাজনীতিতে বড্ড politics ঢুকে পড়েছে,তাই!"

লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
নেতা যায় গাড়িতে, সাথে থাকে চামচা। 
প্রান্তিক মানুষের -- চিরসাথী গামছা। 
বাজারদর চড়া 
স্বভাব গায়ে পড়া
জীবনভর স্বার্থত্যাগ -- যাদের রোজনামচা। 
২.
বিচিত্র চরাচরে চেয়ারগ্রহণ নয় ইজি। 
কুর্শির কাজিয়ায় কতো মন্ত্রী - নেতা বিজি। 
ঠেস দিয়ে তাকিয়ায় 
বেশ লাগে খালি গায় --
চেয়ারহীন আচার্য্য জাতির জনক গান্ধীজী।।

আরও পড়ুন 
আজ কবি জয় গোস্বামী-র জন্মদিন। শ্রদ্ধা জানালেন কবি সন্দীপ কাঞ্জিলাল। 


Post a Comment

0 Comments