জ্বলদর্চি

দিনের শেষে একটু ভাবুন ১৩ ডিসেম্বর ২০২০

১৩ ডিসেম্বর ২০২০

১) করোনা-র দাপটে এবারে বাংলাদেশের 'একুশে বইমেলা' স্থগিত রাখার সিদ্ধান্ত! ভার্চুয়াল করার পরিকল্পনা! 
২) আজ হিরো আই এস এল-এর দ্বিতীয় খেলায় মুখোমুখি হয়েছে কেরালা ব্লাস্টার্স এফ সি এবং বেঙ্গালুরু এফ সি! 
৩) আগামী ২৩ ডিসেম্বর থেকে পুরী-র জগন্নাথ মন্দিরে সাধারণের প্রবেশাধিকার মিলবে! 

৪) ব্রিটিশ ইন্ডিয়ার শাসনকালে সমাজব্যবস্থার উপর অসমাপ্ত বই লেখা সম্পূর্ণ করতে চান বলে চিকিৎসকগণকে জানালেন বুদ্ধদেব ভট্টাচার্য !
৫) কেরালাবাসীকে বিনামূল্যে কোভিড ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করলেন সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন! 
৬) বিশিষ্ট রাজনীতিবিদ এবং ৫ বারের সাংসদ রাধিকারঞ্জন প্রামাণিক প্রয়াত! 
৭) সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া-র কর্তা আদর পুনাওয়ালা জানিয়েছেন যে আগামী বছরের জানুয়ারি থেকেই ভারতে কোভিডের টিকা দেওয়া শুরু হবে এবং ২০২১ সালের অক্টোবর পর্যন্ত দেশের প্রায় সব নাগরিকের টিকা নেওয়া হয়ে যাবে। 
৮) আগামী ২৪ ডিসেম্বর বিশ্বভারতীর প্রতিষ্ঠার শতবার্ষিকী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! 

(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")

একটু হাসুন 

পুলিশ : আপনার বাড়ি সার্চ করা হবে! 
পচা: কেন? 
পুলিশ : খবর পেয়েছি, আপনার বাড়িতে ভয়ংকর বিস্ফোরক আছে! 
পচা : হ্যাঁ, ঠিকই শুনেছেন! তবে এই মূহুর্তে আমার বাড়িতে নয়, বাপের বাড়িতে আছে! এলে খবর দেব, আসবেন মাইরি! 

আজকের দিন 👇ক্লিক করে পড়ুন। 
লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
নরকযন্ত্রণা কাতর -- ভয়াবহ দৃশ্য ! 
অতিমারি জনপদে -- ভাই হারা নিঃস্ব। 
সঞ্জীবনী সুধা
খুঁজিছে বসুধা --
বাসযোগ্য কবে হবে -- বধ্যভূম বিশ্ব ! 

২.
ঝরনা কলম খুলে হাতে কালি -- নিবে লিক ! 
পারিনা সইতে আর -- কে যে নেবে, কিনে নিক। 
নেই কড়ি প্রকাশের 
স্বপ্রতিভা বিকাশের --
নিলামেতে তোলা হোক -- খাতা ভরা লিমেরিক !!

জ্বলদর্চি পেজ- এ লাইক দিন👇

আরও পড়ুন 
আধুনিক চিত্রশিল্পের ইতিহাস / শ্যামল জানা 

Post a Comment

0 Comments