জ্বলদর্চি

৮৬ বছর বয়সে প্রয়াত হলেন অধ্যাপক, লেখক, গবেষক এবং লোকসংস্কৃতি-বিশেষজ্ঞ সুধীর চক্রবর্তী!

৮৬ বছর বয়সে প্রয়াত হলেন অধ্যাপক, লেখক, গবেষক এবং লোকসংস্কৃতি-বিশেষজ্ঞ সুধীর চক্রবর্তী! 


১৫ ডিসেম্বর ২০২০

১) ৮৬ বছর বয়সে প্রয়াত হলেন আনন্দ পুরস্কার(২০০২) ও সাহিত্য আকাদেমি পুরস্কার(২০০৪)-প্রাপক অধ্যাপক, লেখক, গবেষক এবং লোকসংস্কৃতি-বিশেষজ্ঞ সুধীর চক্রবর্তী! তাঁর "বাউল ফকির কথা" আজও সংবেদনশীল পাঠক-হৃদয়ে অনুরণিত হয়ে চলে! অনুসন্ধানভিত্তিক গবেষণার ক্ষেত্রে তাঁর অবাধ বিচরণ বাংলার সাহিত্যাকাশে দৃষ্টান্ত হয়ে থাকবে! ১২ বছর ধরে তিনি বাংলা সংস্কৃতি ও মননের পত্রিকা "ধ্রুবপদ" প্রকাশ করেছেন! 
২) ৮৯ বছর বয়সে চলে গেলেন ব্রিটিশ স্পাই থ্রিলার রচয়িতা জন ল্য ক্যারে(প্রকৃত নাম ডেভিড কর্নওয়েল!)
৩) আমেরিকার নিউইয়র্কে প্রথম ফাইজার-বায়োএনটেক কোভিড ভ্যাকসিন নিলেন কৃষ্ণাঙ্গ নার্স স্যান্ড্রা লিন্ডসে! 
৪) আজ হিরো আই এস এল-এ মুখোমুখি হয়েছে হায়দরাবাদ এফ সি এবং এস সি ইস্টবেঙ্গল! 
৫) ইনসাইড স্পোর্ট মানি বল-এর পরিসংখ্যান অনুযায়ী  আই পি এল থেকে এখনও পর্যন্ত ১৩১ কোটি টাকারও বেশী উপার্জন করেছেন মুম্বই ইন্ডিয়ানস অধিনায়ক রোহিত শর্মা! 

৬) দেশের সংসদবিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন যে কোভিডের কারণে সংসদের শীতকালীন অধিবেশন বাতিল করা হল! 
৭) ভারতে আই ফোন উৎপাদনকারী সংস্থা বেঙ্গালুরুর Wistron Infocom Manufacturing India Private Limited-এর কারখানায় ভাঙচুর করল সংস্থার কর্মীরা, বেতনের দাবীতে! প্রায় ৪৩৮ কোটি টাকার ক্ষতির সম্ভাবনা! 
৯) বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আন্তর্জাতিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করল রাষ্ট্রসঙ্ঘের শিক্ষা-বিজ্ঞান-সংস্কৃতি বিষয়ক সংস্থা UNESCO! 

(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")

আজকের দিন 
একটু হাসুন 

বল্টু : একটা প্রশ্নের উত্তর দিতে পারবি, চাঁদু? 
চাঁদু : কোন্ প্রশ্ন? 
বল্টু : স্ত্রীরোগবিশেষজ্ঞ আছে, কিন্তু স্বামীরোগবিশেষজ্ঞ নেই কেন? 
চাঁদু : এক্কেবারে মোক্ষম প্রশ্ন!

লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
চাতক-চোখ ধন্য হে ! 
স্পর্শসুখ যে বন্য হে। 
ওম্ নমো ! 
সংযমও। 
সুহৃদ --- হীনমন্য হে ! 

২.
তুলনা নিত্য ভারত ভূমে কে কারে দেয় তোল্লা --
রাতভর তাই নিয়ে মিডিয়ায় কাজিয়া ও হল্লা ! 
টিকি কহে দাড়ি হে
দে করাচি পাড়ি রে ! 
ভাতের লড়াই ভোলাতে চায় পুরুত আর মোল্লা !

জ্বলদর্চি পেজ- এ লাইক দিন👇

আরও পড়ুন 

Post a Comment

0 Comments