জ্বলদর্চি

অয়ন মুখোপাধ্যায়ের কবিতা সিরিজ : চুপচাপ থাকা


অয়ন মুখোপাধ্যায়ের কবিতা সিরিজ : চুপচাপ থাকা
 
 ১. আজ

আজ তেমন কিছু কাজ নেই।
এই কথাটাই সারাদিন মাথার ভেতর ঘোরে।

ঘুম ভাঙে,
দাঁত মাজি,
আয়নার সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে
আমি চিনি।

তবু কথা বলি না।

চেনা লোকটার সঙ্গে
সব কথা বলা যায় না।
 

 ২. সময়


সময় খুব একটা নাটক করে না।
সে শুধু চলে।
আমিও চলি—

ট্রেনে,
বাসে,
কাজে,
নিজের ভেতরে।

কখন যে পিছিয়ে পড়লাম
খেয়াল নেই।
শুধু হাঁটছি।

কারণ দাঁড়ালে
অস্বস্তিটা
আরও স্পষ্ট হয়।
 
🍂

. ভাবনা

ভাবনা আসলে
খুব সাধারণ জিনিস।

চা খেতে খেতে আসে,
লাইন দাঁড়িয়ে আসে,
রাতে আলো নেভালে আসে।

বড় প্রশ্ন নয়—
ছোট ছোট প্রশ্ন,
যেগুলো উত্তর চাইলে
আরাম নষ্ট হয়।

আমি এখন
এই আরামটাই চাই।


৪. ক্লান্তি

ক্লান্ত লাগছে—
এ কথা বললে
কেউ কিছু করে না।

তাই চুপ থাকাই ভালো।

চুপ থাকলে
নিজেকে বোঝানো যায়—
আমি ভেঙে পড়িনি,

শুধু বসে আছি।
বসে থাকাটাও
একটা ভঙ্গি।


. একা থাকা

একা থাকা মানে
দুঃখ পাওয়া নয়।

একা থাকা মানে
কারুর কাছে ব্যাখ্যা না রাখা।

আজকালএই স্বাধীনতাটুকুই 
আমার দরকার।

সব কথা বললে
সব কথাই
হালকা হয়ে যায়।


৬. তবু

তবু—
কাল সকালে উঠব।
কিছু না কিছু করব।


খুব বড় কিছু নয়।
হয়তো চা বানাব,
হয়তো একটা লাইন লিখব।

এই সামান্য কাজগুলোর মধ্যেই
আমি থাকি।

থাকা মানেই
হয়তো লড়াই নয়—

তবু
এইটুকুই
এখন যথেষ্ট।

Post a Comment

0 Comments