৬/১২/২০২০
১) আজ হিরো আই এস এল-এ মুখোমুখি হয়েছে এফ সি গোয়া এবং কেরালা ব্লাস্টার্স !
২) ব্রিটেনের পর এইবার ভারতে অনুমোদন চাইল ফাইজার, সংকেত সবুজ হলেই শুরু হবে টিকাকরণ!
৩) রাষ্ট্রপুঞ্জের আশংকা, আগামী ১০ বছরের মধ্যে বিশ্বজুড়ে আরও ২০ কোটির বেশি মানুষ দারিদ্র্যসীমার নীচে চলে আসবে!
৪) আমেরিকার ডিউক ইউনিভার্সিটি হেল্থ ইনোভেশন সেন্টারের তথ্য অনুযায়ী বিশ্বে করোনা টিকার বৃহত্তম ক্রেতা হল ভারত!
৫) ৯০ বছর বয়সে প্রয়াত হলেন চিত্র -মঞ্চ -বেতার-দূরদর্শনের দরদী অভিনেতা মনু মুখোপাধ্যায়!
৬) টি-টোয়েন্টি ম্যাচে প্রথম দু'টি খেলায় অষ্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জয় করল ভারত!
৭) আগামী সপ্তাহ থেকে দূরপাল্লার ট্রেন আরও বেশি চলবে!
৮) কেন্দ্রীয় সরকার কৃষি বিল প্রত্যাহার না করলে "খেলরত্ন" পুরস্কার ফিরিয়ে দেবেন বলে জানালেন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী বক্সার বিজেন্দ্র সিংহ!
(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")
একটু হাসুন
হেডস্যার : দিবাকরবাবু, ক্লাসের বাচ্চাদের থেকে কাল ১০০ টাকা করে আনতে বলবেন!
দিবাকরবাবু : শোনো, হেডস্যার বলে দিয়েছেন যে কাল সবাই ২০০ টাকা করে নিয়ে আসবে!
বল্টু : মা,কাল স্যার ৫০০ টাকা নিয়ে যেতে বলেছেন!
মা : শুনছ, কাল ছেলেকে স্কুলে ১০০০ টাকা নিয়ে যেতে বলেছে!
লিমেরিক
বিনোদ মন্ডল
১.
লোক ভালো যজমান লালু পাল।
বংশের পুরোহিত বরঞ্চ চালু মাল।
পুজো পাঠে লম্বা থিসিস
তেল চিনি আপেল কিনিস।
সাদাসিধে দেয় সিধে আলু চাল।
২.
বাঞ্ছার চিরকাল বড়লোকি বাঁচা আশ।
হিতে হলো বিপরীত ছয় মাস কারাবাস।
ভালো ছিলো চাষার পুত
খেলো হঠাৎ নেশার ভূত !
ধান নয়, ধনে নয়, করেছিলো গাঁজাচাষ।
আরও পড়ুন
0 Comments