জ্বলদর্চি

১৪ ডিসেম্বর ২০২০

Today is the 14 December, 2020
আজকের দিন 
বাংলায় --২৮ অগ্রহায়ণ সোমবার ১৪২৭

১৯৭১ সালে আজকের দিনে বাংলাদেশে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ঘটেছিল। স্বাধীনতা যুদ্ধের শেষ পর্যায়ে এসে পাকিস্তান বাহিনী যখন বুঝতে শুরু করে যে তাদের পক্ষে যুদ্ধে জেতা সম্ভব না, তখন তারা নবগঠিত দেশকে সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষাগত দিক থেকে দুর্বল এবং পঙ্গু করে দেওয়ার জন্য পূর্ব পরিকল্পনা অনুযায়ী ১৪ ডিসেম্বর রাতে পাকিস্তানি বাহিনী বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের স্বগৃহ হতে তুলে এনে নির্মম নির্যাতনের পর হত্যা করে। এই পরিকল্পিত গণহত্যাটি বাংলাদেশের ইতিহাসে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নামে পরিচিত। এই নির্মম হত্যাকাণ্ডের কথা স্মরণ করে প্রতিবছর আজকের দিনে বাংলাদেশে পালিত হয় শহিদ বুদ্ধিজীবী দিবস।

আজ, হরিহর শেঠের জন্মদিন। ইনি  বিদগ্ধ বাঙালি সাহিত্যিক ও ইতিহাসবেত্তা। তাঁর উল্লেখযোগ্য কীর্তি হল 'প্রাচীন কলিকাতা পরিচয়' নামে মহানগর কলকাতার পূর্ণাঙ্গ ইতিহাস রচনা। তাছাড়া তাঁর রচিত 'চন্দননগর পরিচয়' গ্রন্থটি তৎকালীন ফরাসি উপনিবেশের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের একটি প্রামাণ্য গ্রন্থ।
আজ, ভারতীয় পরিচালক ও চিত্রনাট্যকার শ্যাম বেনেগলের জন্মদিন। তাঁর নির্মিত প্রথম চারটি চলচ্চিত্র - অঙ্কুর নিশান্ত, মন্থন ও ভূমিকা ভারতীয় চলচ্চিত্রে এক ভিন্নধারার সংযোজন ঘটিয়েছিল। তাঁর চলচ্চিত্রগুলিতে প্রধানত নারী এবং নারীর অধিকার সম্পর্কিত বিষয়ে জোর দেওয়া হয়ে থাকে। তিনি সাতবার শ্রেষ্ঠ হিন্দি ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ২০০৭ সালে তিনি দাদাসাহেব ফালকে পুরস্কারের সম্মান অর্জন করেন।

আজ, বাঙালি সঙ্গীতশিল্পী এবং সুরকার হেমাঙ্গ বিশ্বাস -এর জন্মদিন।  মূলত লোকসঙ্গীতকে কেন্দ্র করে গণসঙ্গীত সৃষ্টির ক্ষেত্রে তাঁর অবদান উল্লেখযোগ্য। ১৯৪২ খ্রিষ্টাব্দে বাংলার প্রগতিশীল লেখক শিল্পীদের আমন্ত্রণে তিনি প্রথম কলকাতায় আসেন সঙ্গীত পরিবেশন করতে। স্বাধীনতার আগে ভারতীয় গণনাট্য সংঘের গানের সুরকারদের মধ্যে তিনিই ছিলেন প্রধান। সেই সময়ে তাঁর গান 'তোমার কাস্তেটারে দিও জোরে শান', 'কিষাণ ভাই তোর ধানে বর্গী নামে' প্রভৃতি গান আসাম ও বাংলায় সাড়া ফেলেছিল চীন - ভারত মৈত্রীর ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

আজ, বলিউড জগতের দিকপাল রাজ কাপুরের জন্মদিন। ইনি বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা ও হিন্দি চলচ্চিত্রের পরিচালক ছিলেন। তাঁকে ভারতীয় চলচ্চিত্রের সেরা পথপ্রদর্শকরূপে আখ্যায়িত করা হয়ে থাকে। মাত্র দশ বছর বয়সে ইনকিলাব সিনেমাতে প্রথম অংশগ্রহণ।১৯৪৭ সালে বড় ধরনের সুযোগ পান নীল কমল চলচ্চিত্রে। ১৯৪৮ সালে চব্বিশ বছরের যুবক রাজকাপুর নিজস্ব স্টুডিও আর. কে. ফিল্মস প্রতিষ্ঠা  করেন। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে তিনি অন্যতম সেরা ও সর্বাপেক্ষা প্রভাববিস্তারকারী চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা হিসেবে বিবেচিত।

আজ, ব্রিটিশ সামরিক ইতিহাসবিদ অ্যান্টনি জেমস বেভর(Antony James Beevor)-এর  জন্মদিন।  তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ-এর সময়কার বেশ কয়েকটি জনপ্রিয় ইতিহাস প্রকাশ করেছেন। তাঁর সর্বাধিক পরিচিত রচনা স্ট্যালিনগ্রাদ এবং বার্লিন - দ্য ডাউনফল 1945। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে  সোভিয়েত ইউনিয়ন এবং জার্মানির লড়াইয়ের বিবরণ রয়েছে। এছাড়া The Spanish Civil War, The Battle for Spain উল্লেখযোগ্য কাজ।

আজ, রবীন্দ্রযুগে স্বনামধন্য পল্লীপ্রেমী কবি ও শিক্ষাবিদ কুমুদরঞ্জন মল্লিকের প্রয়াণ দিবস। 'কপিঞ্জল' ছদ্মনাম। কবির গ্রামের পাশ দিয়েই বয়ে যাওয়া  অজয় ও কুনুর নদীই হল কবির মুখ্য প্রেরণা।  কবিতায় নির্জন গ্রামজীবনের সহজ-সরল রূপ তথা নিসর্গ প্রেম চমৎকারভাবে ফুটে উঠেছে। পল্লী-প্রিয়তার সঙ্গে বৈষ্ণবভাবনা যুক্ত হয়ে তাঁর কবিতার ভাব ও ভাষাকে স্নিগ্ধতা ও মাধুর্য দান করেছে।
আজ, আমেরিকান লেখক শিরলি হার্ডি জ্যাকসন (Shirley Hardie Jackson) -এর জন্মদিন। তিনি মূলত তাঁর হরর ও রহস্যমূলক কাজের জন্য পরিচিত। দুই দশকেরও বেশি সময় জুড়ে তাঁর লেখালেখির জীবনের সময়কালে তিনি ছয়টি উপন্যাস, দুটি স্মৃতিচারণ এবং দুশোরও বেশি ছোট গল্প রচনা করেছিলেন। তাঁর লেখা ছোট গল্প 'The Lottery' পাঠকদের মনোযোগ আকর্ষণ করেছিল।

আজ,আমেরিকান লেখক মার্জুরি কিন্নান রাওলিংস (Marjorie Kinnan Rawlings)-এর প্রয়াণ দিবস। তাঁর সবচেয়ে বিখ্যাত কাজ, দ্য ইয়ারলিং -এর জন্য ১৯৩৯ সালে কথাসাহিত্যে পুলিৎজার পুরষ্কারে সম্মানিত হন।

মনীষী উবাচ :
বাল্যাবস্থায় বিদ্যাশিক্ষার সঙ্গে আনন্দের স্বাভাবিক স্ফূর্তি এবং স্বাধীনতা অত্যাবশ্যক।(রবীন্দ্রনাথ ঠাকুর)
---------------------------
সংকলক - রুম্পা প্রতিহার 
---------------------------

জ্বলদর্চি পেজ- এ লাইক দিন👇

আরও পড়ুন

Post a Comment

0 Comments