জ্বলদর্চি

২৬ ডিসেম্বর ২০২০

Today is the 26 December, 2020
আজকের দিন 
বাংলায় ---১০ পৌষ শনিবার ১৪২৭

১৮২২ সালে আজকের দিনে বাঙালি নাট্যকার রামনারায়ণ তর্করত্ন জন্মগ্রহণ করেছিলেন। বাংলায় প্রথম মৌলিক নাটক রচয়িতা। বাংলা ভাষায় প্রথম বিধিবদ্ধ নাটক রচনার জন্য তিনি ‘নাটুকে রামনারায়ণ’ নামে পরিচিত ছিলেন। কুলীনকুলসবর্বস্ব (১৮৫৪) তাঁর প্রথম ও শ্রেষ্ঠ নাটক। এতে হিন্দুসমাজে বহুবিবাহ প্রথার কুফল সম্পর্কে বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে।

১৮৯৩ সালে আজকের দিনে মাও সে তুং বা মাও জেদং ( Mao Zedong )জন্মগ্রহণ করেছিলেন। ইনি একজন  চিনা বিপ্লবী মার্কসবাদী তাত্ত্বিক ও রাজনৈতিক নেতা। চিনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠাতা। ১৯৪৯ সালে সমাজতন্ত্রী চিনের প্রতিষ্ঠার পর থেকে ১৯৭৬ সাল পর্যন্ত তিনি চিন শাসন করেন।  মার্কসবাদ-লেনিনবাদে তাঁর তাত্ত্বিক অবদান, সমর কৌশল এবং তাঁর কমিউনিজমের নীতি এখন একত্রে মাওবাদ নামে পরিচিত।
১৭৯১ সালে আজকের দিনে চার্লস ব্যাবেজ (Charles Babbage)জন্মগ্রহণ করেছিলেন। ইনি  একজন ইংরেজ যন্ত্র প্রকৌশলী, গণিতবিদ, আবিষ্কারক ও দার্শনিক। তিনি ডিফারেন্স ইঞ্জিন ও অ্যানালাইটিক্যাল ইঞ্জিন নামে দুইটি যান্ত্রিক কম্পিউটার তৈরি করেছিলেন। তাঁকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়ে থাকে।

১৯৮৭ সালে আজকের দিনে বিশিষ্ট বাঙালি কথাসাহিত্যিক মনোজ বসু প্রয়াত হয়েছিলেন। তাঁর লেখা প্রথম গল্প ছিল 'গৃহহারা'। তাঁর গল্পের সংকলন 'বনমর্মর' ১৯৩২ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। ভারতের সশস্ত্র বিপ্লবীদের ব্যক্তিজীবন ও রাজনৈতিক কর্মকাণ্ডের ভিত্তিতে ১৯৪৩ খ্রিস্টাব্দে রচনা করেন সর্বাধিক জনপ্রিয় গ্রন্থ 'ভুলি নাই'।

ইতিহাস থেকে জানা যায় ১৫৩০ সালে আজকের দিনে প্রথম মুঘল সম্রাট বাবর প্রয়াত হন। তাঁর পুরো নাম মির্জা জহিরউদ্দিন মহম্মদ বাবর। তিনি পানিপথের প্রথম যুদ্ধে দিল্লীর লোদি রাজবংশের সুলতান ইব্রাহিম  লোদিকে পরাজিত করে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।
উনিশ শতকে বাংলা নবজাগরণের এক অবিস্মরণীয় নাম ডিরোজিও --১৮৩১ সালে আজকের দিনে প্রয়াত হয়েছিলেন। পুরো নাম হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও।মাত্র সতেরো বছর বয়সে কলকাতা হিন্দু কলেজের শিক্ষক নিযুক্ত হন। এই শিক্ষক তাঁর ছাত্রদের  যতটা শিখিয়েছেন তার চেয়ে বেশি প্রবল করে দিয়েছিলেন তাদের জ্ঞানতৃষ্ণাকে। তাঁর দ্বারা প্রচন্ডরূপে প্রভাবিত ছাত্ররাই  ‘ইয়ং বেঙ্গল’ নামে পরিচিত।

১৯১৪ সালে আজকের দিনে বাবা আমটে  জন্মগ্রহণ করেছিলেন। পুরো নাম মুরলীধর দেবীদাস আমটে। ইনি ছিলেন একজন ভারতীয় সমাজসেবী ও সমাজকর্মী। তিনি লেপ্রোসিতে আক্রান্ত জনগণের পুনর্বাসন ও ক্ষমতায়ন নিয়ে কাজ করে পরিচিতি অর্জন করেন।

১৮৯৯ সালে আজকের দিনে উধাম সিং (Udham Singh) জন্মগ্রহণ করেছিলেন। ইনি ব্রিটিশ বিরোধী অগ্নিযুগের শহীদ মার্ক্সবাদী বিপ্লবী। ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের নায়ক মাইকেল ও'ডোয়াইয়ার-কে (Michael O'Dwyer) হত্যা করতে সংকল্পবদ্ধ হন। এই উদ্দেশ্যে তিনি  ১৯৩৪ সালে বিলেত গমন করেন। এবং অবশেষে ১৯৪০ সালের মার্চ মাসে লন্ডনের এক সভাকক্ষে তিনি মাইকেল ও'ডোয়াইয়ার-কে গুলি করে হত্যা করেন।
১৯৪৩ সালে আজকের দিনে মানকুমারী বসু প্রয়াণ ঘটে। বাংলাদেশে সর্বজনবিদিত অন্যতম মহিলা কবি ও লেখিকা ছিলেন কবি মাইকেল মধুসূদন দত্তের ভ্রাতুষ্পুত্রী। তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'প্রিয়প্রসঙ্গ' ১৮৮৪ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ।

২০০৪ সালে আজকের দিনে ভারত মহাসাগরের পার্শ্ববর্তী দেশসমূহ ভয়াবহ সুনামির সাক্ষী হয়েছিল।


মনীষী উবাচ :
যাহাকে দুঃখের মধ্য দিয়া কঠিনভাবে লাভ করি, হৃদয়ে  তাহাকেই নিবিড়ভাবে সমগ্রভাবে প্রাপ্ত হয়।(রবীন্দ্রনাথ ঠাকুর)

জ্বলদর্চি পেজ- এ লাইক দিন👇

Post a Comment

0 Comments