জ্বলদর্চি

গুচ্ছ কবিতা/ রথীন কর

গুচ্ছ কবিতা 

রথীন কর

এল্যুয়ার

বাগানে দু'চারটি
শৌখিন জুটি
ছোটদের হুটোপাটি
ক্ষুদ্র জলাধার
ইতস্তত টিনের চেয়ার
কবিতাগুলো উড়িয়ে
 দিচ্ছেন হাওয়ায়
পছন্দ হচ্ছে না
পছন্দ হচ্ছে না
ভাল্লাগে না
মৌসুমী সমুদ্রে এলোমেলো
কবিতার মাস্তুল

পাতাছেঁড়া টুকরোগুলো
যেন সাদা পায়রা
ডানাছাঁটা
কোনটি বা জলপরি হয়ে
নাচের ছন্দে পিলু-বারোয়াঁর সুরে

আবার লিখতে লাগলেন
মেয়ে এবং মা এবং মা
এবং মেয়ে...
ভালবাসার রেণুকণা

আরে!
ইনি তো পল এল্যুয়ার।


স্মৃতিস্তম্ভ

গন্ধরাজ ফুলের গাছটি
পাতাগুলি বেঁচে রয়েছে
পাখির মতন  পাখা
নাড়ে মৃদুল হাওয়ায়
বছরে  একটি দুটি ফুল
ফোটে ওর ইচ্ছেমতন
রাস্তায় হেঁটে
চলা খড়ের মানুষেরা
তাকিয়ে দেখে
আমি ওর চোখে
চোখ রাখি
আদর করি
পাথরের মতো কঠিন তো
নয়।মাটির দেয়ালের
মতো উদাসীনও নয়

ফুল ফোটানোর সময়
ওর অযৌবন শরীরে
যেন এক স্মৃতিস্তম্ভ হেঁটে চলে
আমি কান্নার জন্য অপেক্ষা 
করি নতুন করে শুরু করার লোভে।


চলো ঘর বাঁধি

বহুস্পর্শী জ্যোৎস্নায়
ভেসে যায়
সদ্যোজাত শোক
গভীর দুঃখের
ধূমকেতু চোখ

মাটি ওগরাচ্ছে তাপ
শষ্পহীন মনোভূমি
ভেসে যায়
শঙ্খচিলের বিষম ডানায়

টুকরো টুকরো ভালবাসায়
বৃষ্টি নামছে
চলো ঘর বাঁধি ।


কষ্টলিপি

উমনো ঝুমনো
খেলনাপাতি
কার ঝিয়ারি
আকাশের নেই ঢাকনা
মেঘে মেঘে উড়াল ডানা

দুধসায়রে শ্বেতপঙ্খী
রাজকন্যে সিঁথিপাটি
রাজকন্যে দোলনচাঁপা 
শাড়ি পরেন
নূপুর পায়ে ঝামুর
ঝুমুর হাঁটেন

উমনো ঝুমনো
উলোঝুলো
উমনো ঝুমনো
আঁধার ঘনিয়ে এলো
উমনো ঝুমনো
নদীচরে খাদক দানো
রক্তনদী রক্তনদী
উমনো ঝুমনো
কষ্টলিপি কষ্টলিপি

সারি সারি সিপাই
ঘোড়ার পিঠে
দানোর কাছে
        ঢিপাই।


আহ্লাদী মাধবী

তোমার কবরীর ফাঁদে বন্দী
             উদাসীন সহচরী
নবীন আঙুর গুচ্ছের
মতো যুগলশঙ্খে
                 বাঁধা পড়ে আছি
প্রত্যাশা প্রহরে
নেফারতিতি গ্রীবা
নয়নের মানচিত্রে
বিম্বিত বিশ্ব
সুকুমার পটচিত্রে 
উদ্ধত জানুসন্ধি

হাজার হাজার বর্ণহীন
দিনের শেষে
গন্ধে গন্ধে
ভরা আহ্লাদী মাধবী

শিউরে ওঠা শরীরের সেতারে
আলাহিয়া বিলাওল...

পেজ-এ লাইক দিন👇
আরও পড়ুন 

Post a Comment

0 Comments