জ্বলদর্চি

বিশ্বে প্রথম করোনা-ভ্যাকসিন হিসাবে ফাইজার-এর টিকাকে অনুমোদন দিল WHO!

বিশ্বে প্রথম করোনা-ভ্যাকসিন হিসাবে ফাইজার-এর টিকাকে অনুমোদন দিল WHO! 

পয়লা জানুয়ারি '২০২১

১) গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুক-এ নাম তোলা World's Heaviest Child রাশিয়ার ধাজবুলাত খাতোকভ মাত্র ২১ বছর বয়সে প্রয়াত হলেন! 
২) অষ্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের একটি শব্দ বদলে দেওয়া হল! জাতীয় ঐক্যের বার্তা দিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন অষ্ট্রেলিয় প্রধানমন্ত্রী স্কট মরিসন
৩) অক্সফোর্ডের করোনা-ভ্যাকসিন ASTRAZENECA -কে ছাড়পত্র দিল কেন্দ্র! 
৪) UNICEF-এর চমকপ্রদ তথ্য :-
নববর্ষের প্রথম দিনে ভারতেই জন্ম নিতে চলেছে ৬০ হাজার শিশু, গোটা বিশ্বে এই সংখ্যা ৩ লক্ষ ৭০ হাজার! 
৫) বিশ্বে প্রথম করোনা-ভ্যাকসিন হিসাবে ফাইজার-এর টিকাকে অনুমোদন দিল WHO! 
৬) ডিসেম্বর মাসে দেশজুড়ে রেকর্ড হারে বৃদ্ধি পেল GST আদায়! 

৭) ব্রিটেনের National Health Service-এর রিপোর্ট অনুযায়ী গোটা বিশ্বে বিগত ২০২০ সালে রেকর্ড সংখ্যক মানসিক অবসাদগ্রস্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। 
৮) ভারতীয় সেনার নবগঠিত মানবাধিকার শাখার দায়িত্ব পেলেন মেজর জেনারেল গৌতম চৌহান! 
৯) ১৯৮৪ সালে "অপারেশন মেঘদূত"-শীর্ষক সামরিক অভিযানে পাকিস্তানের হাত থেকে সিয়াচেন হিমবাহ ছিনিয়ে নেওয়ার পেছনে সক্রিয় যোদ্ধা দক্ষ পর্বতারোহী  কর্নেল নরেন্দ্র কুমার("বুল"-নামে জনপ্রিয়!) চলে গেলেন! 

(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")

আজকের দিন 
লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
ভাঙে ঘুমের চটকা
গরম হয় মটকা
নিশুত রাতির ফুটপাতে
শব্দ বাজির উৎপাতে
পাঞ্জা লড়ে পটকা। 

২.
কোলের মানুষ, বুকের থেকে নিলো কেড়ে করোনা হায়। 
মহামারির ইতিকথায় করাল ক্ষত স্মরণিকায়। 
আশায় তবু বাঁচতে হবে 
জীবনেরই মহোৎসবে --
ভরসাভরা আশাবরীর গানে গানে বর্ষবিদায়।

ক্লিক করে দেখে নিন।
স্বাগত ২০২১

জ্বলদর্চি পেজ- এ লাইক দিন👇

Post a Comment

0 Comments