রাজ্যের শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে আগামী ১২ ফেব্রুয়ারি থেকে বাংলার স্কুলগুলো খুলতে পারে!
২ ফেব্রুয়ারি '২০২১
১) আমেরিকার উত্তর ক্যালিফোর্নিয়ার সিটি অফ ডেভিসের পার্কে বহুদিনের ৬ ফুট উচ্চতার এবং ২৯৪ কেজি ওজনের ব্রোঞ্জের গান্ধী মূর্ত্তি ভাঙচুর করা হয়েছে, ভারত সরকার উদ্বিগ্ন!
২) নেপালের কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কৃত হলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি সিং ওলি!
৩) আজ আই এস এল-এ মুখোমুখি হয়েছে বেঙ্গালুরু এফ সি এবং এস সি ইস্টবেঙ্গল ক্লাব!
৪) ক্রিকেটে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বরোদাকে হারিয়ে চ্যাম্পিয়ন হল তামিলনাড়ু!
৫) পরিস্থিতি স্বাভাবিক থাকলে ১৪-তম আই পি এল শুরু হবে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে!
৬) বিশ্ব জুড়ে করোনা-আক্রান্তের সংখ্যা দশ কোটি অতিক্রম করল।
৭) রাজ্যের শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে আগামী ১২ ফেব্রুয়ারি থেকে বাংলার স্কুলগুলো খুলতে পারে!
৮) সেনাবাহিনীর নিয়ন্ত্রণে চলে গেল মায়ানমার!সেনাবাহিনী আটক করল দেশের প্রেসিডেন্ট তথা ন্যাশনাল লিগ ফর ডেমোক্রাসি-র প্রধান আং সান সু কি -সহ একাধিক নেতৃবৃন্দকে!
৯) ভারতীয় বংশোদ্ভূত ভব্যা লাল ১ ফেব্রুয়ারি থেকে মহাকাশ গবেষণায় মার্কিন এজেন্সি নাসা-র কার্যকরী প্রধান নিযুক্ত হলেন।
১০) সি বি এস ই-র দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল!
(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!)
একটু হাসুন 😃
মহিলা ক্রেতা : আচ্ছা দাদা, আমার সামনেই এই হাসি হাসি মুখ করা পেত্নীটার কত দাম?
বিক্রেতা : ঐটা কোন পেত্নীর মূর্তি নয়, আপনার সামনে ঐটা তো একটা আয়না!
আজকের দিন
লিমেরিক
বিনোদ মন্ডল
১.
মঞ্চ থেকে মন্ত্রী দিলে মিঠে বুলি --
বাড়ি যাওয়া ; খাওয়া দাওয়া পিঠেপুলি।
আন্দোলনে চাকরিহীন
জাগরণে রাত্রি দিন --
ভরদুপুরে পুলিশ করে পিঠে গুলি!
২.
প্রতিদিন সপ্তাহের রবি থেকে শনিতে
বিষয়টি মিশে যায় মগজে ও শোণিতে
নাকে মুখে টিউশান
নেই কনফিউশান --
সাফল্য পাবে জেনো -- ভরসাটা গণিতে।
পেজ- এ লাইক দিন👇
0 Comments