জ্বলদর্চি

৮ জানুয়ারি ২৬-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ভার্চুয়াল উদ্বোধন!

৮ জানুয়ারি ২৬-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ভার্চুয়াল উদ্বোধন! 
৩ জানুয়ারি'২০২

১) আগামী ৮ জানুয়ারি ২৬-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ভার্চুয়াল উদ্বোধন হবে, চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত! উৎসবে উদ্বোধনী ছবি হিসাবে প্রদর্শিত হবে সত্যজিৎ রায় পরিচালিত, সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত "অপুর সংসার"!  উৎসবে ৪৫টি দেশের ১৩২টি ছবি দেখানো হবে। 
২) জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো সা রে গা মা পা-র পরিচালক অভিজিৎ সেনের ছায়াছবি "টনিক" মুক্তি পাবে আগামী ৪ জুন! 
৩) WHO-র তরফ থেকে জানানো হয়েছে যে পৃথিবীতে এখনও পর্যন্ত চারবার চরিত্র বদলেছে করোনা ভাইরাস! 
৪) কোভিড টিকাকরণে বিশ্বে প্রথম হল ইজরায়েল, সেখানে  প্রতি ১০০ জনের মধ্যে ১২ জনের টিকা দেওয়া হয়েছে। 
৫) কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে ২১ বছরের কমবয়সীদের সিগারেট বিক্রি কঠোরভাবে নিষিদ্ধ করার আইন বলবৎ হতে চলেছে। 

৬) আজ হিরো আই এস এল-এ দ্বিতীয় খেলায় মুখোমুখি হয়েছে এটিকে-মোহনবাগান এবং নর্থ ইস্ট ইউনাইটেড। 
৭) রাজ্য পরিবহন নিগম- এর তরফ থেকে জানানো হয়েছে যে এইবার থেকে কলকাতার এ সি ট্রামে মিলবে ফ্রি ওয়াই ফাই! 
৮) প্রয়াত হলেন ঢাকার বাষট্টির ছাত্র আন্দোলনের সক্রিয় সংগঠক এবং বাংলাদেশের মহিলা পরিষদের সভাপতি আয়শা খানাম! 

(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")

লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
লিভ টুগেদার করেন তিনি -- রিউমার
তলে তলে তলপেটে সাতমাস
হিউমার ;
মেঘকেটে সোনা রোদ্দুর 
সত্যিটা শোনা যতদূর 
ভুঁড়ির তলায় ভাঁড়ার ঘরে -- টিউমার। 

২.
আধার কার্ডে আসল নাম সরমা মাজি। 
ঘরের কাজে সকাল সাঁঝে শশব্যস্ত মা-ঝি ;
তাদের কপাল ফেরেনা রত্নে
জ্যোতিষ-মাকে রাখে যে যত্নে! 
খদ্দেররা ভক্তিভরে শুধায় তাকে মাজী!

জ্বলদর্চি পেজ- এ লাইক দিন👇

Post a Comment

0 Comments