জ্বলদর্চি

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন আলেক্সই নাভালনি এবং সুইডেনের কিশোরী গ্রেটা থুনবার্গ!

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন  আলেক্সই নাভালনি এবং সুইডেনের কিশোরী গ্রেটা থুনবার্গ! 

৪ ফেব্রুয়ারি '২০২১

১) শিক্ষামন্ত্রী ও উপাচার্যগণের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হল যে এখনই খুলছে না রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি !
২) যাত্রীগণের চোখের আরামের কথা ভেবে রাজধানী এক্সপ্রেস (নয়াদিল্লী -হাওড়া) - এ AC 1 কামরায় Smart Window বসল! 
৩) ২০২১ কলকাতা আন্তর্জাতিক বইমেলা-র Theme Country হল বাংলাদেশ! গিল্ড- এর পক্ষ থেকে জানানো হয়েছে যে সল্ট লেকের সেন্ট্রাল পার্কে আগামী জুলাই মাসে বইমেলা অনুষ্ঠিত হবে। 

৪) কৃষি আইনকে সমর্থন জানিয়ে মোদী সরকারের পাশে দাঁড়াল আমেরিকার বাইডেন প্রশাসন !
৫) এ বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন রুশ প্রেসিডেন্ট পুতিন-এর কট্টর বিরোধী আলেক্সই নাভালনি এবং সুইডেনের কিশোরী পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ! 
৬) আজ হিরো আই এস এল-এ মুখোমুখি হয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এবং এফ সি গোয়া! 
৭) UGC-NET EXAMINATION 2021 শুরু হতে চলেছে আগামী ২ মে থেকে! 
৮) অবশেষে জেল হেফাজতে গেলেন মায়ানমারের প্রেসিডেন্ট আং সান সু কি! 

(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")

একটু হাসুন 😃

বাবা : শ্বশুর বাড়ি যাচ্ছ! ভাল কথা! তবে সেখানে যা বলবে, একটু বাড়িয়ে বলবে! আমিও বলতাম! 
(জামাই শ্বশুর বাড়িতে আসার পর) 
শ্বশুর : তা' কিসে এলে বাবা ?
ট্রেনে, না বাসে? 
জামাই : আঁজ্ঞে, প্লেনে এলাম! 
(হঠাৎ কাশি শুরু জামাই- এর) 
শ্বশুর : ও, কাশি হয়েছে তো! 
জামাই : আঁজ্ঞে না বাবা! টি বি হয়েছে।

আজকের দিন 
লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
স্বাদ যদি না থাকে দামী চা-য়
পাখি যদি না ডাকে বাগিচায়
মন খারাপ। মন খারাপ। 
নিজের উপর খামোখা রাগ! 
ইচ্ছে হয় উচ্চে বলি -- আলবিদা! 

২.
সজনে ফুলের সঙ্গে জীবন  খেলছে শুধু কানামাছি। 
দু একদিনের দু এক দন্ডে ভ্রমর করে নাচানাচি। 
কীসের তবে বোলবলা
শেষের দিনে খোলগলায় --
খইবিছানো খঞ্জবেলায় সাঙ্গ হবে বাঁচাবাঁচি।

পেজ-এ লাইক দিন👇
আরও পড়ুন 

Post a Comment

0 Comments