জ্বলদর্চি

নজিরবিহীন তুষারপাতে বিপর্যস্ত আমেরিকা, জনজীবন দিশেহারা!

নজিরবিহীন তুষারপাতে বিপর্যস্ত আমেরিকা, জনজীবন দিশেহারা! 
৩ ফেব্রুয়ারি ২০২১

১) রাজ্যে প্রথম COVAXIN নিলেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য! 
২) ইরাকের মোসুল প্রদেশের ধ্বংসস্তুপে পরিণত হওয়া এক ইমারৎ থেকে একের পর এক বেরিয়ে আসছে জঙ্গীর মৃতদেহ! 
৩) ভারতীয় বায়ুসেনার জন্য ৮৩টি তেজস মার্ক 1A LCA তৈরীর বরাত পেল বেঙ্গালুরুর  Hindustan Aeronautics Limited (HAL).
৪) আজ হিরো আই এস এল-এ মুখোমুখি হয়েছে কেরালা ব্লাস্টার্স এফ সি এবং মুম্বই সিটি এফ সি! 
৫) amazon-এর সি ই ও পদ ছাড়তে চলেছেন বিশ্বের ২ নং ধনকুবের জেফ বোজেস, স্থলাভিষিক্ত হবেন Andy Jassy. 
৬) মার্কিন যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসনে Senior Policy Advisor হিসাবে নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত সোহিনী চ্যাটার্জি!
৭) দেশের সর্বকনিষ্ঠ মহিলা পাইলট হিসাবে নজির গড়লেন ২৫ বছরের আয়েষা আজিজ! 
৮) নজিরবিহীন তুষারপাতে বিপর্যস্ত আমেরিকা, জনজীবন দিশেহারা! 
(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")

একটু হাসুন 😃

পাপ্পু : বাবা, আমাকে একটা ঢোল কিনে দেবে? 
বাবা : একদম নয়! সারাদিন ঢোল বাজিয়ে সবাইকে বিরক্ত করবে! 
পাপ্পু : সারাদিন বাজাব না তো! যখন সবাই ঘুমিয়ে পড়বে, তখনই শুধু বাজাব!

 আজকের দিন 

লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
শীত গ্রীষ্ম বর্ষা 
পরিবহণ ফর্সা। 
করোনা কাল
বড়ো নাকাল
পদযুগল ভরসা। 

২.
টেরিফিক টিচাররা পড়া ভুলে খুব বকে --
কেউ কেউ মন্থর -- ঢুলু ঢুলু ঘুম চোখে! 
জাদুকর হন তিনি
পড়ুয়ার মন জিনি
আদর্শ শিক্ষক -- টেনে রাখেন চুম্বকে!

আরও পড়ুন 



Post a Comment

0 Comments