জ্বলদর্চি

আগামী মাস থেকে পঞ্চাশোর্ধগণের টিকাকরণ শুরু হবে


আগামী মাস থেকে পঞ্চাশোর্ধগণের টিকাকরণ শুরু হবে 
৬ ফেব্রুয়ারি '২০২১

১) কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন যে আগামী মাস থেকে পঞ্চাশোর্ধগণের টিকাকরণ শুরু হবে ।
২) ভারতের কৃষক আন্দোলনের প্রতি সমর্থন জানালেন অস্কারজয়ী অভিনেত্রী সুজান সারান্ডন! 
৩) সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ঘোষণা :-
শিক্ষার মূল স্রোতে ফিরছে টোল! 
৪) CRPF-এর কোবরাবাহিনীতে এবার থেকে  দেখা যাবে মহিলা কমান্ডো! 
৫) ২০১৫ সালে করোনা-র ভবিষ্যদ্বাণী করা বিল গেটস ভবিষ্যতে আরও দুই বিপর্যয়ের আঁচ পাচ্ছেন। 
৬) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-কে নিয়ে সত্যম রায়চৌধুরী-র বই-এর প্রচ্ছদ প্রকাশ করলেন বাংলাদেশের তথ্যমন্ত্রী ডা. হাছান মাহমুদ। 
৭) তালিবানের ছোবলে রক্তাক্ত আফগানিস্তান, ১৬ জন নিরাপত্তারক্ষী নিহত! 

৮) আজ হিরো আই এস এল-এ মুখোমুখি হয়েছে এটিকে-মোহনবাগান এবং ওড়িশা এফ সি! 
(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")

একটু হাসুন 

পাপ্পু তার বউ- এর হাত ধরে বাজারে ঘুরছিল! 
বল্টু : কি ব্যাপার! বউ-এর হাত ধরে ঘুরছিস!! 
পাপ্পু : আর বলিস না! হাত ছাড়লেই যে কোন দোকানে ঢুকে পড়ছে!

আজকের দিন 
লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
যুদ্ধে যাবে শোয়াইক
সঙ্গে চারশো বাইক ;
পাঁচ বছর অন্তর
গদি ছুঁ-মন্তর --
স্বভাবতই অমায়িক। 

২.
পাখ পাখি মুশকিলে -- টিকে থাকা হালফিল 
মাঠ ঘাট শূন্য -- দূষণেতে পূর্ণ খালবিল। 
খাদ্যের অভাবে
বদলায় স্বভাবে। 
রোজদিন খোঁজহীন -- চাতক আর গাঙচিল।

পেজ-এ লাইক দিন👇

Post a Comment

0 Comments