অজানাকে জানুন
৪-র্থ পর্ব
অরিজিৎ ভট্টাচার্য্য
১] কোন বাঙালি (ভারতীয় )
প্রথম গ্র্যাজুয়েট হন?
২] ন্যাশনাল মেটালারজিক্যাল
ল্যাবরেটারি কতসালে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়?
৩] রাজস্থানের লোকনৃত্য কে আমরা কি নামে জানি?
৪] দক্ষিণ ভারতের পশ্চিমবাহিনী নদী গুলি কি কি?
৫]" জুট কর্পোরেশন " নামটির
সঙ্গে আমরা সবাই পরিচিত কিন্তু এটি কতসালে প্রতিষ্ঠিত হয়?
৬] " Inlocate " শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?
৭] "টাইম মেসিন " একটি বিখ্যাত গ্রন্থ - কার লেখা জানা আছে?
৮] মঙ্গলে পাঠানো প্রথম মহাকাব্য যানটির নাম কি?
৯] " ব্রিমস্টোন " কি?
১০] " দোদাবেতা " কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ?
১১] " লিরা " কোন দেশের মুদ্রা?
১২] প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার রাষ্ট্রপতি কে ছিলেন?
১৩] " রূপানুরাগ " কার লেখা?
১৪] 10 এর ক্রমিক গুনিতকগলির গ সা গু কত?
১৫] কানাডাকে কিসের দেশ বলা হয়?
-----
অজানাকে জানুন
৩য় পর্বের উত্তর
অরিজিৎ ভট্টাচার্য্য
১] ভারতের প্রথম নৌবাহিনীর প্রধান কে ছিলেন?
উ:এডমিরাল মি. এস. সোমান
২] লুই ব্রেল - কীসের আবিস্কর্তা?
উ: দৃষ্টিহীনদের গঠন পদ্ধতি
৩] ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে এবং কোন রাজ্যের?
উ: সুচেতা কৃপালানি ( উওর প্রদেশ )
৪] " বুখারেস্ট " কোন দেশের রাজধানী?
উ: রোমানিয়া
৫] প্রথম প্রচলিত ডাকটিকিট (ভারতে) দাম কত ছিল ?
উ: ২ পয়সা
৬] " ভাগ "ও "বলি" কোন রাজার কর আদায়ের পদ্ধতি?
উ: চন্দ্রগুপ্ত মৌর্য
৭] "বিলাভেড" - এর রচয়িতা কে?
উ: টনি মরিসন
৮] "রিদ্রম " গল্পটির রচয়িতা কে?
উ: চার্লি চ্যাপলিন
৯] সাহিত্যে প্রথম নোবেলজয়ী মহিলা কে ছিলেন?
উ: সেলমা ল্যগারলক ( সুইডেন )
১০] বিশ্বকাপে "ম্যাসকট" এর নির্বাচন কত সালে চালু হয়?
উ: 1963
১১] সাবেক সোভিয়েত ইউনিয়ন কতগুলো প্রজাতন্ত্রের সমষ্টি?
উ: ১৫ টি
১২] "ডেড সি" একটি সাগর
কিন্তু জলে কীসের পরিমান বেশি?
উ: লবনাক্ততা
১৩] সেন্ট্রাল আমেরিকার প্রধান দেশ গুলি কি কি?
উ: বেলিজ / কোষ্ঠা-রিকা /পানামা
১৪] তামিল ভাষায় প্রথম "রামায়ন" রচনা কে করেন?
উ: কম্ব
১৫] মরীচিকা সদ্ না অসদ্
প্রতিবিম্ব?
উ: অসদ্
0 Comments