জ্বলদর্চি

অজানাকে জানুন -৮ / অরিজিৎ ভট্টাচার্য্য

অজানাকে জানুন
৮ - ম পর্ব
অরিজিৎ ভট্টাচার্য্য 


১] প্রথম লন্ডনের D.S.C কোন বাঙালি?
২] কারাকোরাম বা K2 'র উচ্চতা কত?
৩] ভারতের বিখ্যাত ঘড়ি কোম্পানি H M T কারখানাটি কোথায় অবস্থিত?
৪] "লুসাই " উপজাতি কোন রাজ‍্যে দেখা যায়?
৫] " অ‍্যানাদার লাইফ " - গ্রন্থটির রচয়িতা কে?
৬] পৃথিবীর ক্ষুদ্রতম মেরুদণ্ডী
প্রাণী কোন টি?
৭] " পরাক্রমাঙ্ক " উপাধি কে ধারন করেন?
৮] মাথার ভিতরে কটি ফাঁকা গ্রহ্বর থাকে?
৯] কোন বাঙালি মহিলা লেখিকা প্রথম" ম‍্যাগাসাইসাই" 
পুরস্কার লাভ করেন?
১০] যে স্টীম ইঞ্জিন আজ  লুপ্ত প্রায় সেটির উদ্ভাবন কে করেন?
১১] নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ প্রতিঘন্টায় কত কি মি?
১২] নোনা জলে যে উদ্ভিদ জন্মায় তাদের কি বলে?
১৩] 1988 সালে কে প্রথম ব‍্যাঙ্কে কম্পিউটার চালুর প্রয়াস নেন?
১৪] বিখ‍্যাত পরিচালক মৃণাল সেনের প্রথম চলচ্চিত্র কোনটি?
১৫] ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি?


অজানাকে জানুন 
৭ পর্বের উত্তর
অরিজিৎ ভট্টাচার্য্য 

১] প্রথম ' স‍‍্যার ' উপাধি কে লাভ করেন?
উ: চন্দ্রমাধব ঘোষ
২] ব্রহ্মপুত্র বাংলাদেশে কি নামে পরিচিত?
উ: যমুনা
৩] পৃথিবীর মধ‍্যে সবচেয়ে বড় মেট্রোপলিটন এলাকা কোনটি ?
উ: নিউইয়র্ক 
৪] উইলিয়াম হোগার্থ কীসের আধুনিক জনক?
উ: কার্টুনের
৫] মস্তিষ্কের টিসুর রঙ কি?
উ: ধূসর
৬] ভিজে কোবাল্ট ক্লোরাইড কাগজের রঙ কি হয়?
উ: গোলাপী
৭] মেঘালয় কোন চাষের জন্য বিখ্যাত?
উ: গম
৮] " ক্লোনিং" পদ্ধতির মাধ‍্যমে সর্বপ্রথম কোন প্রানীর সৃষ্টি হয়?
উ: মেষশাবক
৯] ভারতের কোন রাজ‍্যে বনভূমির পরিমান সবথেকে কম?
উ: হরিয়ানা
১০] অন্ধপ্রদেশ যে বিখ‍্যাত মিউজিয়ামটি অবস্থিত তার নাম কি?
উ: সালার জঙ্গ মিউজিয়াম 
১১] বিখ‍্যাত কবি ' ইস্কিলাস ' কোন রাষ্ট্রের বিখ্যাত কবি?
উ: গ্রীক
১২] কোন পাখি দুবছর অন্তর অন্তর একটি করে ডিম পাড়ে?
উ: অ‍্যালবাটোড
১৩] 17 ই অক্টোবর কী দিবস হিসাবে পালিত হয় সারা দুনিয়ায়? 
উ: আন্তর্জাতিক দারিদ্র‍্য দূরীকরণ 
১৪] ম‍্যাগনেটাইট লৌহ আকর 
কী দিয়ে তৈরী?
উ: Fe2 O3 |
১৫] কোন সালে প্রথম ফিন্যান্স কমিটি গঠিত হয়?
উ: 1951

জ্বলদর্চি পেজে লাইক দিন👇



Post a Comment

0 Comments