জ্বলদর্চি

অজানাকে জানুন-৯/ অরিজিৎ ভট্টাচার্য্য

অজানাকে জানুন 
অরিজিৎ ভট্টাচার্য্য 
পর্ব- ৯

১] পুরুলিয়া জেলার প্রধান উৎসব কি কি?
২] " বাণীকুমার " কোন লেখকের ছদ্মনাম?
৩ ] ভারতের  প্রথম নির্বাচন কমিশনার কোন বাঙালি ছিলেন?
৪] " নল হ্রদ " কোথায় অবস্থিত?
৫] কোন উদ্ভিদে সালোকসংশ্লেষ বেশি হয়?
৬] রাশিয়া শুত্রু গ্রহে কোন ত্রক্সপ্রেস পাঠায়?
৮] পৃথিবীর সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি এবং কোন দেশের?
৯] বিখ‍্যাত গ্রন্থ " নীলদর্পণ " এর ইংরেজি অনুবাদ কে করেছিলেন?
১০] "প্রবোধচন্দ্রিকায় " রচয়িতার নাম কি?
১১] বিখ্যাত 'নোবেল পরস্কার' 
   কোন দিনটিতে দেওয়া হয়?
১২] কার্বোলিক অ‍্যাসিড এর সঙ্গে অ‍্যালকোহলের বিক্রিয়াকে
কি বলা হয়?
১৩] " সাম্রাজ্য বাদ কা নাশ হো" বিখ‍্যাত উক্তিটি কোন বিপ্লবীর?
১৪] নবম ফুটবল বিশ্বকাপ কত সালে কোথায় অনুষ্ঠিত হয়?
১৫] দেশের প্রাচীনতম হাইকোর্ট কোনটি?


অজানাকে জানুন
৮ম পর্ব'র উওর
অরিজিৎ ভট্টাচার্য্য 

১] প্রথম লন্ডনের D.S.C কোন বাঙালি?
উ: জগদীশ চন্দ্র বসু
২] কারাকোরাম বা K2 'র উচ্চতা কত?
উ: 8611*
৩] ভারতের বিখ্যাত ঘড়ি কোম্পানি H M T কারখানাটি কোথায় অবস্থিত?
উ: জন্ম- কাশ্মীরের জিনাকটে
৪] "লুসাই " উপজাতি কোন রাজ‍্যে দেখা যায়?
উ: ত্রিপুরা 
৫] " অ‍্যানাদার লাইফ " - গ্রন্থটির রচয়িতা কে?
উ: ডেরেক ওয়ালকট
৬] পৃথিবীর ক্ষুদ্রতম মেরুদণ্ডী
প্রাণী কোন টি?
উ: পেডোসাইপ্রিস
৭] " পরাক্রমাঙ্ক " উপাধি কে ধারন করেন?
উ: সমুদ্র গুপ্ত 
৮] মাথার ভিতরে কটি ফাঁকা গ্রহ্বর থাকে?
উ: ৪ টি
৯] কোন বাঙালি মহিলা লেখিকা প্রথম" ম‍্যাগাসাইসাই" 
পুরস্কার লাভ করেন?
উ: মহাশ্বেতা দেবী
১০] যে স্টীম ইঞ্জিন আজ  লুপ্ত প্রায় সেটির উদ্ভাবন কে করেন?
উ: জেমস্ওয়াট
১১] নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ প্রতিঘন্টায় কত কি মি?
উ: 1700 কি:মি
১২] নোনা জলে যে উদ্ভিদ জন্মায় তাদের কি বলে?
উ: হেলোফাইটিস
১৩] 1988 সালে কে প্রথম ব‍্যাঙ্কে কম্পিউটার চালুর প্রয়াস নেন?
উ: সি, রঙ্গরাজন
১৪] বিখ‍্যাত পরিচালক মৃণাল সেনের প্রথম চলচ্চিত্র কোনটি?
উ: ২২ শে শ্রাবণ
১৫] ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি?
উ: সিয়াচেন


জ্বলদর্চি পেজে লাইক দিন👇


Post a Comment

0 Comments