“অচ্ছুৎ কন্যা”
সুরভি বন্দ্যোপাধ্যায়
আমি কী সেই অস্পৃশ্য নারী
আভিজাত্যহীন ব্রাত্য সেই জন,
যার স্পর্শে ফুল ফোটা স্তব্ধ হয়ে যায়,
নিভে যায় সূর্যের আলো
মধু হয় বিষ!
মনের জানলা খুলে
আসতে দাও সুবাসী বাতাস,
আসতে দাও আলো
আসতে দাও আমি-হীন, নিটোল ভালবাসা
দেখো সেই নারী
যার স্পর্শে লোহা হয় সোনা
রাত্রি হয় ভোর, ভূমি উর্বরা
যার স্পর্শে দুঃখ হয় সুখ
হলাহল অমৃত।
দেখো সেই নারী,
শক্তিময়ী মঙ্গল হাতে যে ধরে থাকে
পূর্ণ আকাশ।
নয় সে বায়বীয়
নয় সে অবাস্তব কল্পনা
মায়াময় কায়া তার লোহিত মজ্জা দিয়ে গড়া
তারি স্পর্শে বিকশিত অম্লান কুসুম
তারি স্পর্শে আরো দীপ্র সূর্য্যের কিরণ
বিধাতার অপরূপ সৃষ্টি এই নারী
নয় সে অচ্ছুৎ কন্যা
নয় সে কেবল শবরী
তারি স্পর্শে জাগে গান, জাগে প্রাণ
জাগে এই মানব জীবন।
আন্তর্জাতিক নারী দিবস
৮ই মার্চ, ২০২২
জ্বলদর্চি পেজে লাইক দিন👇


1 Comments
Awesome as always
ReplyDelete