জ্বলদর্চি

অজানাকে জানুন-১৭/অরিজিৎ ভট্টাচার্য্য

অজানাকে জানুন

অরিজিৎ ভট্টাচার্য্য 

১৭ তম পর্ব

১] 'সত‍্যপীর ' কোন সাহিত‍্যিকের ছদ্মনাম নাম?
২] বিখ‍্যাত 'ইন্ডিয়া ' গ্রন্থের রচয়িতা কে?
৩] নিখিল ব‍ন্দ‍্যোপাধ‍্যায় কোন বাদ‍্যযন্ত্রের সঙ্গে জড়িত?
৪] অলিম্পিক ফুটবল প্রথম কতসালে খেলা হয়?
৫] ত্রকদল গেরিলাকে কি বলা হয়?
৬] চিন্দুইন কোন নদীর উপনদী?
৭] সবচেয়ে জনপ্রিয় কমেডি চলচ্চিত্র কোনটি?
৮] ' গিধা ' কোন রাজ‍্যের নৃত্যকলা?
৯] প্রথম বাংলা সবাক চলচ্চিত্র কোনটি?
১০] গোয়া রাজ‍্যটি কতসালে গঠিত হয় ?
১১] 'নীল রঙ' কোন মহাদেশকে বোঝায়?
১২] কানাডার রাষ্ট্রীয় প্রতীক কি?
১৩] হাঙ্গেরির জাতীয় খেলা কি কি?
১৪] প্রাচীন গান্ধারের কোন লিপির প্রচলন ছিল?
১৫] সামাস্থা ফক্স কীসের সঙ্গে যুক্ত?

অজানাকে জানুন 
অরিজিৎ ভট্টাচার্য্য 
১৬ - তম পর্ব'র উত্তর

১] "সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট " কতসালে কোথায় প্রতিষ্ঠিত হয়?
উ: ১৯৫১ সালে লক্ষৌতে।
২] " ক্রিকেট মাই স্টাইল " গ্রন্থের রচয়িতা কে?
উ: কপিল দেব।
৩] " গান্ধী সাগর বাঁধ " কোন নদীর ওপর নির্মিত?
উ: চম্বল নদীর ওপর।
৪] ফ্রান্স কতসালে ' ইউরো কাপ ' জিতেছিল?
উ: ২০০০।
৫] "যুগলবন্দী " বইটির রচয়িতা কে?
উ: গিরিরাজ কিশোর।
৬] মহাদ্রবক কাকে বলা হয়?
উ: জলকে।
৭] ভেলামেন কি?
উ: উদ্ভিদ টিসু।
৮] " টিনটিন চরিত্র " র স্রষ্টা কে?
উ: হার্জ।
৯] "আমার আমি " কোন বিখ‍্যাত অভিনেত্রীর আত্মজীবনী?
উ: সুচিত্রা সেন।
১০] " দানসাগর " গ্রন্থের রচয়িতা কে?
উ: বল্লাল সেন।
১১] " ইয়েন " কোন দেশের মুদ্রা?
উ: জাপান।
১২] কে প্রথম "অশোকস্তম্ভ " লিপির পাঠোদ্ধার করেন?
উ: জেমস প্রিন্সেস।
১৩] মায়োপিয়া কোন অঙ্গের সঙ্গে সংশ্লিষ্ট?
উ: চোখ।
১৪] করবেট ন‍্যাশনাল পার্ক কোন রাজ‍্যে অবস্থিত?
উ: উওরাখন্ড।
১৫] ২০১৭ সালে " পদ্মভূষণ "
( চিত্রকলা ) বিভাগে কে সম্মানিত হন?
উ: শ্রী তীলক গীতাই।

জ্বলদর্চি পেজে লাইক দিন👇



Post a Comment

0 Comments