জ্বলদর্চি

সৌমী সিরিজ /অভিজিৎ দাসকর্মকার

সৌমী সিরিজ 
অভিজিৎ দাসকর্মকার 


১।

চোখের নীচে তীব্র ঝাপটা 
দিচ্ছে

আবহাওয়া 

দুয়ারে নিখিল বঙ্গের
একটি সুললিত পথ মিশছে

অন্ধকার : আলো : যৌবন


আসছে সোমবার বিলি কাটা হবে
জমিতে

এখন দুগ্গা মা-কে
প্রসাদ দাও


২।

দুপাশাড়ি সু-স্তন বনানী
আবহমান বৈচিত্র্যের শুভ্রশোভা

নিকস অন্ধকারে একটি
তারা মিটিমিট ক'রে নিজের কথা বলে

শব্দ হয়
বাক্য হয়

সবই বিনিময়কাল থেকে চলে আসা

বিমুক্তয়ে


৩।

তোমার উত্তরের সাথে 
এগিয়ে চলে বিকেল

আগে যেখানে অতসী ফুটতো
এখনও তাই,তবুও

স্নিগ্ধতা ক্রমশ অঘ্রাণের
অন্ধকারে 
মিলিয়ে যাওয়া কবিতা 


৪।

নীলাভ থেকে আস্তে আস্তে
আশমানি হয়েছে পলক

যে কাজলে চিঠি লেখা ছিল
যেখানে অনায়াস আত্মজা হেলে পড়ে

যেন স্নিগ্ধ এক সান্ধ্য বৈদূর্য 

কবি মোড়াম পথের ভূগোলে
এখনো ধ্যানমগ্ন

কখন বোধের আদল আসবে...


৫।

সৌমী হাসির পাশে
নির্লিপ্ত এক রোদ্দুর এসে দাঁড়ালো 

দেখো, চারিদিক তমাচ্ছন্নতা কাটিয়ে
অত্যুহা নিয়ে উঠোনে কুসুমকাল

শব্দের ফাঁকে এক দীর্ঘ কবিতা আর

রোদ্দুর আাড়ালে, শাণ্ডিল্য আচরণ

যেন সোনা সোনা ভাব,তাই

অষ্টম ঘরের রোহিণী 
একাদশ ঘরে বোধিমগ্ন,তবু

যৎপ্রাপ্য ন কিঞ্চিদ্ বাঞ্ছিত ন শোচতি


৬।

প্রকৃতি হাসলো অমোঘ

নৈর্ঋতে আবহমান এক মায়া শান্ডিল্য

নীলিমার উপরিভাগে জ্যামিতিক ঢং
যেন হিরণ্য রংয়ের দৃঢ় বনানী

দক্ষিণে অপলক চিকুরজাল থেকে কুলুকুলু প্রবাহিত
বিড়াবতী, তার খয়েরি পাড় ধরে
ক্ষয়াটে দুপুর চলছে সৌমি ভরসায়,আর 

আল পথ ধ'রে 
এক অনন্ত বিভাজিকার ভঙ্গুর হৃদিপথ
প্রশ্বাসের সাথে আঙুলবদ্ধ

কবি প্রকাশকাল থেকে অক্ষরে 
রাজেন্দ্রমগ্ন 
নজরে আরাম লেগেছে শরীরগুচ্ছের
প্রীতিরাগ

জ্বলদর্চি পেজে লাইক দিন👇

Post a Comment

0 Comments