জ্বলদর্চি

ক্যুইজ-৩/ সাগর মাহাত

ক্যুইজ-৩/ সাগর মাহাত

১. নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিল—
১৯৭১ সালে
১৯৭৩ সালে
১৯৭৮ সালে
১৯৮৯ সালে

২. জাতকে মোট গল্পের সংখ্যা—
৪৬০
৪৭৫
৫০০
৫১০

৩. তানসেন যার রাজসভা অলংকৃত করেছিলেন—
শাহজাহান
আকবর
হুমায়ুন
বাবর

৪. মাতলা নদী যে পশ্চিমবঙ্গের যে জেলায় অবস্থিত—
দক্ষিণ ২৪ পরগণা
কোলকাতা
শিলিগুড়ি
আলিপুরদুয়ার

৫. লালমুখ বানর দেখা যায়—
সুন্দরবন
জলদাপাড়া
কাজিরাঙা
পুরী

৬. ISRO স্যাটালাইট সেন্টার অবস্থিত
কলকাতা
মেঘালয়
ব্যাঙ্গালুরু
আমেদাবাদ

৭. পশ্চিমবঙ্গের লোকসভার সদস্য সংখ্যা—
৩৮
৪০
৪২
৫০

৮. আন্তর্জাতিক মহিলা দিবস পালিত হয়—
৮ মার্চ
৯ মার্চ
৭ মার্চ
১৫ মার্চ

৯. জলবিদ্যুৎ অন্য যে নামে পরিচিত—
সাদা কয়লা
সাদা বিদ্যুৎ
কাঁচা বিদ্যুৎ
সাদা শক্তি

১০. চন্দ্রভাগা যে নদীর উপনদী—
গঙ্গা
যমুনা
সিন্ধু
মেঘনা

১১. অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে যে ভারতীয় খেলোয়াড় দুটো মেডেল জিতেছে—
সাইনা নেহওয়াল
অভিনব বিন্দ্রা
লিয়েন্ডার
পি.ভি. সিন্ধু

১২. ভারতে ব্যাঘ্র প্রকল্প চালু হয়—
১৯৭৩
১৯৭৪
১৯৭৬
১৯৭৮

১৩. ভারতের মুখ্য খনিজ সম্পদ—
তামা
কাঠ
মাটি
কয়লা

১৪. স্কার্ভি রোগ দেখা যায় যে ভিটামিনের অভাবে—
ভিটামিন C
ভিটামিন D
ভিটামিন K
ভিটামিন E

১৫. পাথরা পর্যটনকেন্দ্রটি অবস্থিত—
পূর্ব মেদিনীপুর
বাঁকুড়া
পশ্চিম মেদিনীপুর
ঝাড়গ্রাম


ক্যুইজ-২ এর উত্তর
১. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ২. সুনীতিকুমার চট্টোপাধ্যায় ৩. ঝাড়খণ্ড ৪. কানাডা ৫. কোশী ৬. মাওলিনং ৭. কালীপদ সরেন ৮. গোরখপুর ৯. ব্যাডমিন্টন ১০. স্বপ্নময় চক্রবর্তী ১১. আসাম ১২. ওড়িশা ১৩. ছো নাচ ১৪. অমর মিত্র ১৫. 0.03%

জ্বলদর্চি পেজে লাইক দিন👇

Post a Comment

0 Comments