জ্বলদর্চি

ক্যুইজ-৪ / সাগর মাহাত

ক্যুইজ-৪ / সাগর মাহাত

১. শব্দদূষণ আইন চালু হয়—
১৯৮০
১৯৮১
১৯৮৪
১৯৭৫

২. এইডস দিবস—
১লা ডিসেম্বর
৩রা ডিসেম্বর
৪ঠা ডিসেম্ভর
২রা ডিসেম্বর

৩. পৃথিবীর যে মরুভূমি সবচেয়ে শুষ্ক—
গোবি
সাহারা
আটাকামা
থর

৪. চিপকো আন্দোলন হয়েছিল—
আসাম
বিহার
কেরল
তামিলনাড়ু

৫. প্লেগ রোগের বাহক—
আরশোলা
মশা
ইঁদুর
বাদুড়

৬. জাতিসংঘ গঠিত হয়েছিল—
১৯১৯
১৯২১
১৯২২
১৯২৪

৭. কঙ্গো উপনিবেশ ছিল যাদের—
ইংল্যাণ্ড
বেলজিয়াম
চিন
ইতালি

৮. সরিষা চাষ যে রাজ্যে বেশি হয়—
রাজস্থান
কেরল
কর্ণাটক
পশ্চিমবঙ্গ

৯. মাটির পুতুলের জন্য বিখ্যাত—
বিষ্ণুপুর
কৃষ্ণনগর
কোতুলপুর
শান্তিপুর

১০. পশ্চিমবঙ্গে বালুচুরী বিখ্যাত—
জয়পুর
হাওড়া
বিষ্ণুপুর
মায়াপুর

১১. বিজ্ঞানসম্মত উপায়ে মাছের চাষকে বলা হয়—
বাদামি বিপ্লব
নীল বিপ্লব
শ্বেত বিপ্লব
রৌপ্য বিপ্লব

১২. এলাহাবাদ ব্যাঙ্কের প্রধান কার্যালয়—
কলকাতা
মুম্বাই
চেন্নাই
আমেদাবাদ

১৩. স্ত্রী এনোফিলিস মশা যে রোগ বহন করে—
পীতজ্বর
ম্যালেরিয়া
কালাজ্বর
স্কার্ভি

১৪. 'প্রথম প্রতিশ্রুতি' উপন্যাসটি রচনা করেন—
আশাপূর্ণা দেবী
মহাশ্বেতা দেবী
সুচিত্রা ভট্টাচার্য
নবনীতা দেবসেন

১৫. 'শালবনি' উপন্যাসটি রচনা করেন—
গুণময় মান্না
সমরেশ মজুমদার
জীবনানন্দ দাশ
শীর্ষেন্দু মুখোপাধ্যায়


ক্যুইজ-৩ এর উত্তর
১. ১৯৮৯  ২. ৫০০ ৩. আকবর ৪. দক্ষিণ ২৪ পরগণা ৫. কাজিরাঙা ৬. ব্যাঙ্গালুরু ৭. ৪২ ৮. ৮ মার্চ ৯. সাদা কয়লা ১০. সিন্ধু ১১. পি.ভি. সিন্ধু ১২. ১৯৭৩ ১৩. কাঠ ১৪. ভিটামিন C ১৫. পশ্চিম মেদিনীপুর

জ্বলদর্চি পেজে লাইক দিন👇
 

Post a Comment

0 Comments