ক্যুইজ৭ / সাগর মাহাত
১. ভারতে মোট চিড়িয়াখানা আছে—
২৪১
২৪২
২৪৩
২৪৫
২. নীচের কোনটি পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অরণ্যের উদাহরণ—
জলদাপাড়া
বক্সা
বাঁকাপাড়া
সুন্দরবন
৩. পৃথিবীর বৃৃৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর অবস্থিত—
গঙ্গা
নিপার
যমুনা
পদ্মা
৪. নীচের কোন জীবটি বেনথস—
কুকুর
বিড়াল
ইঁদুর
প্রবাল
৫. ভারতে মোট জাতীয় উদ্যানের সংখ্যা—
২৩
২৫
২৬
২৯
৬. সার্বিয়া স্বাধীনতা লাভ করে—
১৮৭৫
১৮৭৭
১৮৭৬
১৮৭৮
৭. মুসোলিনী ফ্যাসিস্ট দল গড়েছিল—
১৯১৮
১৯১৯
১৯২১
১৯২৩
৮. 'সিটি অব প্যালেস' বলা হয়—
বুদাপেস্ট
কলকাতা
রোম
মুম্বাই
৯. 'ইটারনাল সিটি' বলা হয়—
আফ্রিকা
লাসা
রোম
আমেদাবাদ
১০. জনসংখ্যার বিচারে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ—
ভারত
চিন
বাংলাদেশ
রাশিয়া
১১. 'উড়ন্ত মাছের দেশ' বলা হয়—
মায়ানমারকে
বাংলাদেশকে
ভুটানকে
বার্বাডোসকে
১২. কৈলাশ সত্যার্থী নোবেল পুরস্কার পান—
সাহিত্য
অর্থনীতি
শান্তি
পদার্থবিদ্যায়
১৩. 'পদ্মা নদীর মাঝি' মানিক বন্দ্যোপাধ্যায়ের—
একটি প্রবন্ধের নাম
একটি গল্পের নাম
একটি উপন্যাসের নাম
একটি নাটকের নাম
১৪. গনগনি পর্যটনকেন্দ্রটি প্রাকৃতিক নিয়মে গড়ে উঠেছে—
পূর্ব মেদিনীপুরে
পশ্চিম মেদিনীপুরে
বাঁকুড়াতে
বীরভূমে
১৫. 'পেশা কর' আরোপ করেন—
রাজ্য সরকার
কেন্দ্র সরকার
মন্ত্রী
পঞ্চায়েত
ক্যুইজ-৬ এর উত্তর
১. আর্সেনিক ২. হায়দ্রাবাদ ৩. সুইজারল্যাণ্ড ৪. ১৯৭৮সালে ৫. বেঞ্জিন ৬. ১৯৩৩ খ্রিঃ ৭. ১৯৩৬-৩৯ খ্রিঃ ৮. বাটলার ৯. পশ্চিমবঙ্গ ১০. তুন্দ্রা ১১. বেলজিয়াম ১২. গভর্ণর(রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া) ১৩. ১৭ টা ১৪. SEBI ১৫. জয় গোস্বামী
0 Comments