জ্বলদর্চি

ক্যুইজ-১১ / সাগর মাহাত

ক্যুইজ-১১ / সাগর মাহাত

১. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ২০১৯ '  চ্যাম্পিয়ন অফ চেঞ্জ' পুরস্কার  পান?
ঝাড়খণ্ড
পশ্চিমবঙ্গ
কর্ণাটক
গোয়া

২. ২০২০ সালে কোন গায়ক পদ্মশ্রী পান?
শান
আদনান সামি
অরিজিৎ সিং
মিকা সিং

৩. ২০১৯ সালে 'কোস্টা শিশু পুরস্কার' জেতেন—
প্রাচী আগরয়াল
পরভীন দেশাই
নিখিল নিয়োগী
জসবিন্দর বিলাস

৪. world no tobacco day পালিত হয়—
১১ অক্টোবর
১৫ জুন
৬ জুন
৩১ মে

৫. ভারতে জাতীয় সমুদ্র দিবস পালন করা হয়—
৬ এপ্রিল
১ জুন
৫ এপ্রিল
৯ এপ্রিল

৬. বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়—
৩০ জানুয়ারি
১৮ জুন
১৯ আগস্ট
২০ মে

৭. শহিদ দিবস পালিত হয়—
৩০ জানুয়ারি
২০ মে
২৮ ফেব্রুয়ারি
৩ জুন

৮. ভোটার দিবস পালিত হয়—
২৫ জানুয়ারি
২৯ মার্চ
১০ অক্টোবর
১৫ সেপ্টেম্বর

৯. ধনু যাত্রা শুরু হয়—
মধ্যপ্রদেশ
উড়িষ্যা
উত্তরপ্রদেশ
কর্ণাটক

১০. মণিপুরে ২৩ এপ্রিল কোন দিবস পালিত হয়?
খোঙ্গজম দিবস
থোঙ্গথাম দিবস
ধনু দিবস
রাম মাত্রা দিবস

১১. শিশুদের জন্য নবম আন্তজার্তিক চলচ্চিত্র উৎসব আয়োজিত হয়েছিল—
কলকাতা
রাঁচি
পুনে
পাটনা

১২. যে শহর ২০২০ এশিয়ান রেসলিং চ্যাম্পিয়ন শিল্পের আয়োজন করেছিল—
ত্রিপুরা
নয়াদিল্লি
কানপুর
পুনে

১৩. 'লাই হারাওয়া' ধর্মীয় অনুষ্ঠানটি পালন করা হয়—
আসাম
ত্রিপুরা
মণিপুর
মেঘালয়

১৪. যে শহরে ৩১তম আন্তজার্তিক ঘুড়ি উৎসব আয়োজিত হয়েছিল—
আমেদাবাদ
হায়দ্রাবাদ
পুনে
জয়পুর

১৫. ২০২২ সালে G-20 প্রেসিডেন্সি যে দেশে অনুষ্ঠিত হবে—
আফগানিস্তান
ভারত
ফিনল্যাণ্ড
ব্রাজিল



ক্যুইজ ১০-এর উত্তর

১. XX মিলনে  ২. কর্নাটকে ৩. নয়াদিল্লি  ৪. দক্ষিণ কোরিয়া ৫. উৎকল ৬. ১০ জানুয়ারি  ৭. ২৪ জানুয়ারি ৮. ৫ এপ্রিল  ৯. ৭ মে ১০. ২৩ জুন ১১. ভোপাল  ১২. সুচেতা সতীশ  ১৩. আর রামানুজম ১৪. টপ হ্যাঙ্কস ১৫. রোহিত শর্মা

জ্বলদর্চি পেজে লাইক দিন👇

Post a Comment

0 Comments