জ্বলদর্চি

ক্যুইজ-২৩/ সাগর মাহাত

ক্যুইজ-২৩/ সাগর মাহাত


১. রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসটি হল—
পথের পাঁচালি
আগুনপাখি
সুচাঁদের স্বদেশযাত্রা
উপরের কোনোটিই নয়

২. গরু খুঁটান যে পরবের সঙ্গে যুক্ত—
মকর
টুসু
বাঁদনা
ভাদু

৩. দীঘা পর্যটনকেন্দ্র অবস্থিত যে জেলায়—
পূর্ব মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর
হুগলি
ঝাঢ়গ্রাম

৪. দেশের বৃহত্তম কোভিড-১৯ হাসপাতালটি রয়েছে—
ওড়িশা
ব্যাঙ্গালোর
দিল্লি
মুম্বাই

৫. পি.ভি. সিন্ধু যুক্ত যে খেলার সঙ্গে—
টেনিস
ক্রিকেট
ফুটবল
ব্যাডমিন্টন

৬. বিহু লোকনৃত্য হল—
পশ্চিমবঙ্গের
আসামের
ঝাড়খণ্ডের
মহারাষ্ট্রের

৭. ভারতের সবচেয়ে পরিস্কার গ্রামটির নাম—
কংথং
মাওলিনং
তুরা
নংপো

৮. রবীন্দ্রনাথ ঠাকুরের 'চণ্ডালিকা' যে শ্রেণির নাটক—
ঋতুনাট্য
কৌতুকনাট্য
নৃত্যনাট্য
কাব্যনাট্য

৯. কেঁচোর গমনাঙ্গ হল—
সিটা
ফ্লিপার
ফ্লাজেলা
প্যাটাজিয়াম


১০. পল্লি কবি বলা হয়—
জসীমউদ্দীন
মধুসূদন দত্ত
রবীন্দ্রনাথ ঠাকুর
সত্যেন্দ্রনাথ দত্ত

১১. পশ্চিমবঙ্গের যে জেলাতে বৃষ্টিপাত কম হয়—
শিলিগুড়ি
কলকাতা
পুরুলিয়া
ঝাড়গ্রাম

১২. ওয়াল্ড ব্যাঙ্ক (WB) প্রতিষ্ঠা হয়—
১৯৪৪
১৯৪৫
১৯৪৬
১৯৫৫

১৩. নোকরেক ন্যাশনাল পার্ক অবস্থিত—
সিকিম
পশ্চিমবঙ্গ
মেঘালয়
নাগাল্যাণ্ড

১৪. সৌরজগতের যে গ্রহে মাধ্যাকর্ষণ শক্তি সর্বাধিক—
মঙ্গল
বুধ
বৃহস্পতি
শুক্র

১৫. পশ্চিমবঙ্গ থেকে একমাত্র কোন নাচটি ইউনেস্কের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে—
রবীন্দ্রনৃত্য
ছো নৃৃৃত্য
বিহু
কত্থক


ক্যুইজ ২২-এর উত্তর

১. তৃতীয় ২. ষষ্ঠ ৩. কয়লা ৪. কালীনদী ৫. সৌদি আরব ৬. কানাডা ৭. ১/৪ ভাগ ৮. চিন  ৯. চিন ১০. ঝাড়খণ্ড ১১. বোম্বে হাই ১২. ডারউইন ১৩. লিগনাইট ১৪. নরম কাঠ ১৫. ৩০%
 
পেজে লাইক দিন👇

Post a Comment

0 Comments