জ্বলদর্চি

ক্যুইজ-২৫/ সাগর মাহাত

ক্যুইজ-২৫/ সাগর মাহাত


১. অশোকের প্রধানমন্ত্রী ছিলেন—
বিষ্ণুশর্মা
কৌটিল্য
রাধাগুপ্ত
উপগুপ্ত

২. বুদ্ধ কথার অর্থ—
সাধারণ জ্ঞান
হিংসা
প্রকৃত জ্ঞান
কোনোটিই নয়

৩. গধুম শব্দের অর্থ—
গম
গরু
বার্লি
দুধ

৪. মৈত্রী ছিলেন—
দার্শনিক
সেনাপতি
চিকিৎসক
রাজা


৫. ঋকবেদে উল্লিখিত 'জন' শব্দের অর্থ—
পরিবার
গোষ্ঠী
গ্রাম
উপজাতি

৬. প্রাচীন ভারতে যুক্তিবাদী দর্শন হল—
বৈশয়িক
ন্যায়
পূর্ব মীমাংসা
চার্বাক

৭. ন্যায় দর্শনের প্রবক্তা—
ব্যাসদেব
পতঞ্জলি
গৌতম
কেউই নয়

৮. 'উপনিষদ' হল বেদের—
প্রথমভাগ
দ্বিতীয়ভাগ
তৃতীয়ভাগ
শেষভাগ


৯. 'পুরন্দর' কথার অর্থ—
দূর্গ ধ্বংসকারী
রাজকীয় ঘোষক
নগর সৃষ্টিকারী
কোনোটিই নয়


১০. 'পটারি' শব্দের অর্থ—
পোড়ামাটির পাত্র
ব্রোঞ্জের পাত্র
তাম্র পাত্র
সোনার পাত্র

১১. কালিবঙ্গান যে নদীর তীরে অবস্থিত—
শতুদ্রু
রাভী
ঘর্ঘরা
লোথাল

১২. হরপ্পা সভ্যতার আকৃতি ছিল—
বৃত্তাকার
ত্রিভূজাকার
আয়তকার
কোনোটিই নয়

১৩. জন মার্শালের মতে 'হরপ্পা' কথার অর্থ—
কালো বালা
মৃৃৃতের স্তুপ
পশুপাখির খাদ্য
কোনোটিই নয়

১৪. কার্পাস চাষের নমুনা পাওয়া যায়—
মহেঞ্জোদাড়োতে
হরপ্পায়
মেহেরগড়
কোনোটিই নয়

১৫. মেহেড়গড় সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়—
১৯৭৪ সালে
১৯৭০ সালে
১৯৬০সালে
১৯৭৫ সালে


ক্যুইজ ২৪-এর উত্তর

১. ১লা নভেম্বর ২. ভাষা আন্দোলনের সঙ্গে ৩. মেঘালয় ৪. ওড়িশি ৫. বিবেক এক্সপ্রেস ৬. ফুটবল ৭. প্যারিস ৮. জাকার্তা  ৯. ওরাইজা স্যাটিভা ১০. চড়িদা ১১. ঝাড়গ্রাম ১২. সমরেশ মজুমদার ১৩. বুদ্ধদেব গুহ ১৪. সত্যজিৎ রায় ১৫. ১২৬৮ সাল
 
পেজে লাইক দিন👇

Post a Comment

0 Comments