স্টেশনে
প্রতাপ সিংহ
ঘন্টার পর ঘন্টা বসে আছি একটা স্টেশনে
চতুর্দিকে ঝড় তুলে একটার পর একটা ট্রেন
দিগন্ত পেরিয়ে যাচ্ছে
শ'য়ে শ'য়ে মানুষ নামছে
আমি কাউকে চিনি না, কেউ আমাকে চেনে না
এক মুখের সঙ্গে অন্য মুখের কোনো মিল নেই।
মিল শুধু একটাই --
আলোছায়ার ভেতর দিয়ে
একটা অদৃশ্য আধোচেনা রাস্তা।
কোথাও যেতে হবে আমাদের
ছুটতে ছুটতে আরেকটা পৃথিবী
এক্ষুনি ছুঁয়ে ফেলতে হবে আমাদের!
জ্বলদর্চি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন। 👇
বিমান কুমার মৈত্র
সন্ধিক্ষণ
এমন নম্র সন্ধ্যায় একটি জাহাজ
যেন ক্রমশ বিন্দুভূত দৃষ্টি
শূন্যতায় ঢলে পড়ে।
তাকে খূঁজি শব্দের মতো।
ওইখানে শ্বেত পত্র ছিল।
সময় অসময়ে ওরাও
বরফের কুচি হয়ে ঝরে
গেছে কবে কৃষ্ণ-গোধূলি তীরে।
বোধ হয় বাবুইয়ের চঞ্চুবিদ্ধ হয়ে
চলে গেছে বিলাসী মহলে।
জোনাকির আকাঙ্ক্ষার
ওম পাবে বলে।
কৃষ্ণ-গোধূলি তীরে বসে আছি
বাঙ্ময় স্তব্ধতার রূপ মুগ্ধ হয়ে।
কবিতা সরিয়ে রাখি।
এখানে কবিতা ভাবার
কোন অবকাশ নেই।।
জ্বলদর্চি তিরিশ পেরিয়ে 👇
0 Comments