জ্বলদর্চি

রাতি /ভাস্করব্রত পতি

বাংলা প্যারোডি কবিতা, পর্ব -- ৫


রাতি

ভাস্করব্রত পতি

গোধূলির রঙে রেঙে দিন শেষ হল।
উনুনে ভাতের হাঁড়ি ফুটিতে বসিল।।
মাতাল পাতাল ফুঁড়ে শুঁড়িখানা ছোটে।
বউগন দ্যায় মন 'সিরিয়াল' পাঠে।।
ফুটিল তারার দল, আলোক ছুটিল।
তাসপেটা লোকজন আসিয়া জুটিল।।
গোপনে আসিল চোর করিতে হরন।
গয়নার পুঁটুলি আর অযাচিত ধন।।
ঝিঁ ঝিঁ শুধু রব করে, বাকি সব স্থির।
ঝিকমিক ঝিকমিক আলো জোনাকির।।
ওঠো ওঠো ভাত খাও, যাও ঘুম দেশ।
স্বপনের মায়াজালে রাত হবে শেষ।।


জ্বলদর্চি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন। 👇


জ্বলদর্চি তিরিশ পেরিয়ে... 

প্রভাত

মদনমোহন তর্কালঙ্কার 

পাখি সব করে রব রাতি পোহাইল।
কাননে কুসুমকলি সকলি ফুটিল।।
শীতল বাতাস বয় জুড়ায় শরীর।
পাতায়-পাতায় পড়ে নিশির শিশির।।
ফুটিল মালতী ফুল সৌরভ ছুটিল।
পরিমল লোভে অলি আসিয়া জুটিল।।
গগনে উঠিল রবি সোনার বরণ।
আলোক পাইয়া লোক পুলকিত মন।।
রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে।
শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে।।
উঠ শিশু মুখ ধোও পর নিজ বেশ।
আপন পাঠেতে মন করহ নিবেশ।।

 

Post a Comment

0 Comments