জ্বলদর্চি

ক্যুইজ-৩৪/ সাগর মাহাত

ক্যুইজ-৩৪/ সাগর মাহাত

১. ১লা এপ্রিল উড়িষ্যা যে দিবস পালন করে তা হল—
রাজা পর্ব
বালি যাত্রা
লহরি
উৎকল

২. পরশুরাম কুন্ড মেলা অনুষ্ঠিত হয়—
অরূণাচল প্রদেশ
পশ্চিমবঙ্গ
ত্রিপুরা
নাগাল্যান্ড

৩. ধনু যাত্রা শুরু হয়—
মধ্যপ্রদেশ
উত্তরপ্রদেশ
উড়িষ্যা
আসাম

৪. ২০২২ সালে এ এফসি উইমেনস এশিয়ান কাপ আয়োজন করেছিল—
ভারত
স্পেন
চিন
আমেরিকা


৫. মণিপুরে ২৩ এপ্রিল যে দিবস পালন হয়—
ধনুযাত্রা দিবস
স্বাধীনতা দিবস
থোঙ্গত্যম দিবস
রাম মাত্রা দিবস

৬. শিশুদের জন্য নবম আন্তজার্তিক চলচ্চিত্র উৎসব আয়োজিত হয়েছিল—
রাঁচি
কলকাতা
পুনে
পাটনা

৭. ২০২০ এশিয়ান রেসলিং চ্যাম্পিয়ন শিল্পের আয়োজন করেছিল—
ত্রিপুরা
নয়াদিল্লি
কানপুর
পুনে

৮. লাই হারাওয়া ধর্মীয় উৎসবটি  পালন করে যে রাজ্য—
আসাম
সিকিম
ত্রিপুরা
বারাণসী


৯. যে দেশে world future energy summit 2020 এর আয়োজন করেছিল—
অস্ট্রেলিয়া
আমেরিকা
ভারত
আবুধাবি


জ্বলদর্চি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন। 👇


জ্বলদর্চি তিরিশ পেরিয়ে... 

১০. যে শহরে ৩১তম আন্তর্জাতিক ঘুড়ি উৎসব আয়োজিত হয়—
হায়দ্রাবাদ
জয়পুর
পুনে
আহমেদাবাদ


১১. ২০২২ সালে G-20 প্রেসিডেন্সি যে দেশে অনুষ্ঠিত হবে—
আফগানিস্তান
ভারত
ব্রাজিল
ফিনল্যান্ড

১২. স্পেনে অনুষ্ঠিত ষাঁড় দৌড় উৎসবটির নাম—
সান ফারমিন
ইস্টার
হেমিস
গুড ফ্রাইডে

১৩. আলিপুরদুয়ার বক্সা জাতীয় উদ্যানে যে উৎসব শুরু হয়েছে—
বক্সা পাখি উৎসব ৪র্থ সংস্করণ
লোহার উৎসব
তেজ
লহরি

১৪. দক্ষিণ কোরিয়া ২০২৪ সালে আয়োজন করবে—
শীতকালীন অলিম্পিক
কমনওয়েলথ
ক্রিকেট
ফুটবল

১৫. প্রথমবার 'উত্তরপূর্ব ভারত ফান্ড ফেস্ট'এর আয়োজন করেছিল যে শহর—
পশ্চিমবঙ্গ
উদয়পুর
জয়পুর
গুয়াহাটি


ক্যুইজ ৩৩-এর উত্তর

১. স্পেন ২. ভুবনেশ্বর ৩. ব্যাঙ্গালোর ৪. অপারেশন নাকহিল ৫. গুয়াহাটি ৬. মুম্বাই ৭. আলিপুরদুয়ার ৮. গাজিয়াবাদ ৯. ২৬ এপ্রিল ১০. লিঙ্গায়ত ১১. জাতীয় জৈব খাদ্য উৎসব ১২. ভারত ১৩. আদ্দিস আবাবা ১৪. গোয়া ১৫. নয়াদিল্লি

Post a Comment

0 Comments