জ্বলদর্চি

গুচ্ছ কবিতা /দীপঙ্কর সরকার

গুচ্ছ কবিতা 
দীপঙ্কর সরকার


পাহাড়ী ঝর্ণার আলো 

পাহাড়ী ঝর্ণার আলো ছিটকে আসে হাওয়ার ওপারে
এলোমেলো করে দ্যায় জীবন তরঙ্গ , এক লহমায় লণ্ড
ভণ্ড সব উপরিতল ক্রমশ প্রকাশ্য ।

উথাল পাথাল জোনাকি জ্যোৎস্নার রং প্রজাপতি ডানা
এবড়ো খেবড়ো ' উড়ো খই গোবিন্দায় নমঃ ' । ব্যাহত 
ঘাস ফড়িং এর খাদ্য অন্বেষণ তীব্র জোরালো ।

হাহুতাশে দুলে ওঠে সাজানো উদ্যান ফুলের স্নিগ্ধতা মুছে
আরও বেশি নির্মম যেন পাহাড়ী ঝর্ণার আলো ঠিকরে পড়ে 
নদী বেগে ধাববান সমুদ্র অভিমুখে 
তৎপর অতিশয় হৃদয় টলানো ।
 
এমন এক ঠিকরে পড়া পাহাড়ী ঝর্ণার আলো ছিটকে দিল
সমগ্র উপত্যকা , ঘাসবন , মেঠো পথ হাওয়ার ওপারে প্রচণ্ড
ফিসফাস বড় বেশি জমকালো ।



সমর্পণ 

সে এক রাত্রির ভেতর হেঁটে যাওয়া ঘুমহীন
চোখ , অনাবিল আলোয় নিঃশর্ত
অবগাহন
অসংখ্য তারার ভীড়ে নিজেকে হারানো । ধূসর
শূন্যতায় ভেসে থাকা কিছুটা সময়।
একটা জীবনে
কতটুকু দিতে পারি নিজেকে উজাড় ! খোলস
ছেড়ে বেরিয়ে পড়া কেবল উন্মোচন , পরতে পরতে
ঢেউয়ের আস্তরণ । এর চেয়ে বেশি কিছু পারিনা
কখনও , সফেন সমুদ্রে বিসর্জন দিই সমূহ আত্ম অহং ।



আত্মজৈবনিক 

চোখে মুখে বিস্ময়ের ছাপ অলীক স্বপ্ন
জেগে ওঠে তবু , দুটি ঠোঁট ঘনিষ্ঠ
পারস্পরিক ।

মুছে যায় বিভেদের রেখা কালের কলুষ
মরা গাছে ফোটে ফুল , পরাগের রেণু ছড়ায়
পথময় ।

হাওয়ায় হাওয়ায় ওড়ে বিলাসের হেতু
রঙে রঙে মিশে যায় ক্লোরোফিল ডানা
আলোর অধিক ।

অন্ধ বাউল গেয়ে ফেরে একতারায়
বাঁধে গান ' চাঁদের গায়ে চাঁদ লেগেছে
আমরা ভেবে ' ... নেহাত ব্যাকুল ‌।


জ্বলদর্চি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন। 👇


জ্বলদর্চি তিরিশ পেরিয়ে... 


পরিতাপ 

শূন্যের পথে বাড়িয়ে দু-হাত দুঃখ পেলাম
শুধু , ছুঁয়ে দ্যাখা হল না মেঘ বলাকার
শ্রেণি । ল্যাম্পপোস্টে দাঁড়িয়ে রোদ অনুভবে
বুঝি আকাশ এখনও উদার সংযত নয় অলিখিত ইচ্ছেগুলি ।

শূন্যের বুকে ফুটে থাকে আজও নক্ষত্ররাজি
আমাদের দৃষ্টি পৌঁছায় না সেখানে চোখ থাকে
কামিনী কাঞ্চনে আর স্বপ্নের বেলুনে হাওয়া
দিই , কখন যে ফানুস হয়ে চুপসে যায় টেরও
পাই না । শূন্যের পথে বাড়িয়ে দু-হাত কেবলই
হাহুতাশ করি ‌।



মেয়েলি ভাষা 

মেয়েলি সব ভাষা কাকতাড়ুয়া যেন
বাদে প্রতিবাদে ব্যঙ্গ বিদ্রূপে ভরা ।
শুনতে মধুর ভেতরে বিষ মাখা । রাগে গজ গজ ঠমকে চমক অপভ্রংশ সব লোকায়ত অকেজো
অধরা ‌। নাচের মুদ্রায় প্রকাশ তার ভঙ্গি হাত পা নাড়া । অধরে মোনালিসা হাসি কৌতুকে সেরা ।
মেয়েলি সব যত না শোনার তার চেয়ে বেশি দ্যাখা । কাগজে কলমে
নাইবা হলো লেখা , মুখে মুখে ফেরে কুট কচালি রঙ্গ ব্যঙ্গে ঠাসা ।



Post a Comment

0 Comments