জ্বলদর্চি

ক্যুইজ-৩৩/ সাগর মাহাত

ক্যুইজ-৩৩/ সাগর মাহাত

১. সান ফারমিস যে দেশের উৎসব—
স্পেন
ফিনল্যান্ড
আফ্রিকা
ভারত

২. ন্যাশনাল হ্যান্ডলুম Expo 2020 শুরু হয়—
ইন্দোর
লন্ডন
ভুবনেশ্বর
দার্জিলিং

৩. ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের ১০৭তম সংস্করণটি অনুষ্ঠিত হয়—
পুনে
জয়পুর
কলকাতা
বেঙ্গালুরু

৪. গাজিয়াবাদ পুলিশের কোন ব্যবস্থার সাহায্যে অটোরিকসা চালকদের সত্য পরিচয় জানা যাবে—
অপারেশন নাকহিল
অপারেশন পাইথন
অপারেশন আর্মি
অপারেশন ব্লু স্টার


৫. খেলো ভারত যুব গেমসের তৃতীয় সংস্করণটি অনুষ্ঠিত হয়েছিল—
গুয়াহাটি
পুনে
কর্ণাটক
কলকাতা

৬. কালা ঘোড়া শিল্প উৎসবের একুশতম সংস্করণ অনুষ্ঠিত হয়—
লখনউ
দিল্লি
কলকাতা
মুম্বাই

৭. যে জেলায় বক্সা পাখি উৎসব চতুর্থ সংস্করণ শুরু হয়েছে—
আলিপুরদুয়ার
ঝাড়গ্রাম
কালিম্পং
বর্ধমান

৮. পুলিশ অপারেশন নাকাইল চালু করেছে—
গাজিয়াবাদ
পাটনা
বাঁকুড়া
মুম্বাই


৯. বাসব জয়ন্তী পালন করা হয়েছিল—
২০ মে
১৩ মে
২৬ মে
১৫ জানুয়ারি



১০. সন্তু বাসব প্রতিষ্ঠা করেন যে সম্প্রদায়—
লিঙ্গায়ত
বৌদ্ধ সম্প্রদায়
শিখ সম্প্রদায়
জৈন সম্প্রদায়


১১. নয়াদিল্লি মহিলা উদ্যোক্তাদের জন্য নিম্মলিখিত উৎসবটির আয়োজন করবে তা হল—
জাতীয় জৈব খাদ্য উৎসব
লহরি উৎসব
ঝুলন উৎসব
জাতীয় নারীসূরক্ষা উৎসব

১২. ২০২১ সালে মেনস হকি জুনিয়র বিশ্বকাপের আয়োজন করেছিল যে দেশ—
ভারত
আফ্রিকা
আমেরিকা
ব্রাজিল

১৩. যে শহরে ৩৩ তম আফ্রিকান ইউনিয়ন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়—
আদ্দিস আবাবা
দুবাই
ওমান
মুম্বাই

১৪. পঞ্চম বিজ্ঞান ফিল্ম ফেস্টিভেল অনুষ্ঠিত হয় যে রাজ্যে—
গোয়া
গুজরাট
আসাম
মণিপুর

১৫. মহিলা উদ্যোক্তাদের জন্য জাতীয় জৈব খাদ্য উৎসব পালন করা হয়—
পশ্চিমবঙ্গ
ত্রিপুরা
ঝাড়খণ্ড
নয়াদিল্লি


জ্বলদর্চি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন। 👇


জ্বলদর্চি তিরিশ পেরিয়ে... 
ক্যুইজ ৩২-এর উত্তর

১. ২০১৩ সালে ২. আন্দ্রেস ম্যানুয়েল ৩. সুরেশ রায়না ৪. নিউ দিল্লি ৫. ১২মে ৬. আসাম ৭. মহারাষ্ট্র ৮. গুজরাট ৯. পুদুচেরি ১০. পালাও ১১. দক্ষিণ আফ্রিকা ১২. মধ্যপ্রদেশের ভোপাল ১৩. হরিয়ানা ১৪. ওড়িশা ১৫. মধ্যপ্রদেশ

Post a Comment

0 Comments