জ্বলদর্চি

আপনি শুনুন মার্কস /ভাস্করব্রত পতি

বাংলা প্যারোডি কবিতা 
পর্ব -২

আপনি শুনুন মার্কস
ভাস্করব্রত পতি

সুন্দরী সে বনেছিল, পার্লারে লাইন দিয়ে
ভ্রু প্লাক থেকে আই মাস্কারা যে করেছিল
ববছাঁট, বয়কাট, লক্সকাট কে লালন করেছিল যে সুন্দরী
সে যদি শ্রমিক নয়, শ্রম কাকে বলে?

আপনি শুনুন মার্কস, কে শ্রমিক, কে শ্রমিক নয়।
চাষা, মজুর, কুলি,কামিন, কারিগর
তাঁরাই শুধু শ্রম করে?
এই পৃথিবী যাঁকে 'ধনী মালকিন ' খেতাব দিল
সেই বাবুগৃহিনী
প্রতিদিন রূপচর্চা করে, এসি গাড়ি চড়ে, ব্যাঙ্কে যায়
'চব্য চোষ্য লেহ্য পেয়' গলাধঃকরণ ক'রে
পার্টি বারে সময় কাটায়
সেও কি শ্রমিক নয়?
আপনি শুনুন মার্কস, শ্রম একেই বলে!

গৃহকর্ত্রীর মজুরি হয়না বলে তাঁরা শুধু
অর্ডার দেয় খানসামা, আয়া, চামচার দলকে
আর শ্রমিক, শুধু তাঁর হাতে ছেনি বাটালি?
মানা যায়না এই অবিচার!

কখনো ধর্মঘট হলে
সংসারে নৈরাজ্য আসবে
তখন আড়িহীন, শাড়িহীন, গাড়িহীন অভিমানী.....
আপনি শুনুন মার্কস, 
সেই মালকিনরা কি কেবল 'পটের বিবি' হবে?

জ্বলদর্চি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন। 👇


জ্বলদর্চি তিরিশ পেরিয়ে... 

আপনি বলুন মার্কস
মল্লিকা সেনগুপ্ত

ছড়া যে বানিয়েছিল, কাঁথা বুনেছিল
দ্রাবিড় যে মেয়ে এসে গমবোনা শুরু করেছিল
আর্যপুরুষের ক্ষেতে, যে লালন করেছিল শিশু
সে যদি শ্রমিক নয়, শ্রম কাকে বলে?

আপনি বলুন মার্কস, কে শ্রমিক, কে শ্রমিক নয়
নতুনযন্ত্রের যাঁরা মাসমাইনের কারিগর
শুধু তাঁরা শ্রম করে!
শিল্পযুগ যাকে বস্তি উপহার দিল
সেই শ্রমিকগৃহিণী
প্রতিদিন জল তোলে, ঘর মোছে, খাবার বানায়
হাড়ভাঙ্গা খাটুনির শেষে রাত হলে
ছেলেকে পিট্টি দিয়ে বসে বসে কাঁদে
সেও কি শ্রমিক নয়!
আপনি বলুন মার্কস, শ্রম কাকে বলে!

গৃহশ্রমে মজুরী হয়না বলে মেয়েগুলি শুধু
ঘরে বসে বিপ্লবীর ভাত রেঁধে দেবে
আর কমরেড শুধু যাঁর হাতে কাস্তে হাতুড়ি !
আপনাকে মানায় না এই অবিচার।

কখনো বিপ্লব হলে
পৃথিবীর স্বর্গরাজ্য হবে
শ্রেণীহীন রাষ্ট্রহীন আলো পৃথিবীর সেই দেশে
আপনি বলুন মার্কস,
মেয়েরা কি বিপ্লবের সেবাদাসী হবে?


Post a Comment

0 Comments