লাগে দোল পাতায় পাতায় ( তৃতীয় পর্ব )/ জীবন যেমন /মিলি ঘোষ

লাগে দোল পাতায় পাতায় ( তৃতীয় পর্ব ) জীবন যেমন মিলি ঘোষ কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করে অনুরাগ এখন পুণেতে। আইটি'তে আছে। মধুবন্তীও তাই। তবে, ওর অফিস কলকাতায়। স্বামীকে ছাড়া শ্বশুর-শাশুড়ির সঙ্গে দিব্য দিন কাটাচ্ছে মধু। আর আছেই বা কে ওর। এক বছরের ব্যবধানে বাবা, মা দু'জনেই চলে গেলেন। বাবার বাড়ির এক তলাটা ভাড়া দিয়ে রেখেছে মধুবন্তী। ওপরটা খালি। মাঝেমাঝে মধু যায়, কাজের মেয়ে বুলাকে নিয়ে। ঘরদোর পরিষ্কার করিয়ে চলে আসে। বাড়িটা যেন গিলতে আসে ওকে। প্রতিটি ইট, কাঠ, পাথরে বাবা, মায়ের স্মৃতি। তালা খুললেই মনে হয়, এখনই মা বলবে, "মধু এলি ? তুই আসবি বলে, আজ মোচা চিংড়ি করেছি।" বাবাও যেন নিজের ঘর থেকে বেরিয়ে অনুযোগের সুরে বলবে, "ভুলে গেলি না কি মধু, আমাদের ? কতদিন পরে এলি বল তো।" "দুসপ্তাহ মোটে আসিনি বাবা। অফিস করে আর সময় করতে পারি না। ছুটির দিনে সারা সপ্তাহের কাজ জমে থাকে।" "ও বৌদি, একা একা কার সঙ্গে কথা বলছ ?" বুলা যে কখন পেছনে এসে দাঁড়িয়েছে, খেয়ালই নেই মধুবন্তীর। চোখ মুছতে মুছতে বাবা'র ছবির সামনে থেকে সরে আসে মধু।