জ্বলদর্চি

ফ্যাকাশে আইন /ভাস্করব্রত পতি

বাংলা প্যারোডি কবিতা, পর্ব --৯

ফ্যাকাশে আইন

ভাস্করব্রত পতি 

কাবুলিওয়ালার নিজের দেশে,
বিচার আচার সব্বনেশে!
কেউ যদি গায় গলা ছেড়ে
তালিব এসে পাকড়ে ধরে;
           'পাজি'র কাছে হয় বিচার --
           আলাদা হবে মুণ্ডু ঘাড়!!

সেথায় ঘুমে যাওয়ার আগে,
সব কাজেতেই ট্যাক্সো লাগে!
হাসলে পরে মাঠে ঘাটে --
চাবুক পড়ে নরম পিঠে;
       তালিব এসে বিধান ঝাড়ে --
       গরম বুলেট ঢুকিয়ে মারে!!

কারুর যদি ঠোঁটটি নড়ে,
চাবুক বাড়ি মাশুল ধরে!
কারুর যদি তেজ গজায় --
সঙ্গে সঙ্গে জবাব চায়;
          হাত পা ভেঙে মটকে ঘাড় --
          ক্ষমা চাওয়ায় হাজার বার!!

বোরখা খুলে কেউ যদি চায়,
খোলা রাস্তায় ডাইনে বাঁয়!
নেতার কাছে খবর ছোটে,
জঙ্গীরা সব ঝাঁঝিয়ে ওঠে;
        সবার সামনে পিটিয়ে তায় --
        দশটা বুলেট ঠিক গেলায় !!

যে সব মেয়ে পড়ে লেখে,
তাঁদের ঘরে আটকে রেখে!
আদব শেখায় নানান সুরে
বুকের খাঁজে ট্রিগার ধরে;
        সামনে রেখে 'না'য়ের খাতা --
        সব কেড়ে নেয় জীবন পাতা!!

এঘর ওঘর রাত দুপুরে,
মর্টার হাতে জঙ্গী ঘোরে!
বেচাল হলেই কানের পাশে,
কালাশনিকভ জোরসে ঠেসে;
         সবার মাঝে পিটিয়ে তাঁকে --
         ল্যাম্পপোষ্টে ঝুলিয়ে রাখে!!




জ্বলদর্চি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন। 👇




একুশে আইন

সুকুমার রায়
 
শিবঠাকুরের আপন দেশে,
আইন কানুন সর্বনেশে!
কেউ যদি যায় পিছলে প’ড়ে,
প্যায়দা এসে পাক্‌‌ড়ে ধরে
         কাজির কাছে হয় বিচার—
         একুশ টাকা দন্ড তার!!

সেথায় সন্ধে ছটার আগে
হাঁচতে হলে টিকিট লাগে
হাঁচলে পরে বিন্ টিকিটে
দম‌্দমাদম্ লাগায় পিঠে,
          কোটাল এসে নস্যি ঝাড়ে—
          একুশ দফা হাচিয়ে মারে!!

কারুর যদি দাতটি নড়ে,
চার্‌টি টাকা মাশুল ধরে ,
কারুর যদি গোঁফ গজায়,
একশো আনা ট্যাক্সো চায়—
          খুঁচিয়ে পিঠে গুঁজিয়ে ঘাড়,
           সেলাম ঠোকায় একুশ বার!!

চলতে গিয়ে কেউ যদি চায়
এদিক্ ওদিক্ ডাইনে বাঁয়,
রাজার কাছে খবর ছোটে,
পল্টনেরা লাফিয়ে ওঠে,
           দুপুরে রোদে ঘামিয়ে তায়—
           একুশ হাতা জল গেলায়!!

যে সব লোকে পদ্য লেখে,
তাদের ধরে খাঁচায় রেখে,
কানের কাছে নানান্ সুরে
নামতা শোনায় একশো উড়ে,
           সামনে রেখে মুদীর খাতা—
           হিসেব কষায় একুশ পাতা!!

হঠাৎ সেথায় রাত দুপুরে
নাক ডাকালে ঘুমের ঘোরে,
অম্‌‌নি তেড়ে মাথায় ঘষে,
গোবর গুলে বেলের কষে,
         একুশটি পাক ঘুরিয়ে তাকে—
          একুশ ঘন্টা ঝুলিয়ে রাখে!!

 

Post a Comment

1 Comments

  1. প্যারডি কবিতার চল একসময় খুব ছিল। আবার তার চর্চা করছেন দেখে ভালো লাগছে।

    ReplyDelete