জ্বলদর্চি

আমরা গাছের ছোট ছোট ফল /ভাস্করব্রত পতি

বাংলা প্যারোডি কবিতা, পর্ব -- ৮

আমরা গাছের ছোট ছোট ফল

ভাস্করব্রত পতি

আমরা গাছের ছোট ছোট ফল
নিচু করে রাখি মাথা,
ধরো না মোদের টিপোনা হাতে
ছিঁড়োনা নরম বোঁটা।

শুধু দ্যাখো আর ভাবো আনমনে
শয়নে স্বপনে দিন জাগরণে,
কেমনে আমরা 'বড়' হতে চাই
যেন ঠিক রূপকথা।

নবীন শাখের ফুলকুঁড়িগুলি
মুকুলিকা হয়ে ওঠে,
মোরা তারই মধুমাখা হাসি
প্রাণরস ভরা শ্বেতকায়া বাঁশি --

চুপিচুপি খেলি পাতার আড়ালে,
চাপা ভয় সঙ্কটে।



জ্বলদর্চি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন। 👇



আমরা ঘাসের ছোট ছোট ফুল

জ্যোতিরিন্দ্র মৈত্র 

আমরা ঘাসের ছোট ছোট ফুল
হাওয়াতে দোলাই মাথা,
তুলো না মোদের দোলো না পায়ে
ছিঁড়ো না নরম পাতা।

শুধু দেখো আর খুশি হও মনে
সূর্যের সাথে হাসির কিরণে,
কেমন আমরা হেসে উঠি আর
দুলে দুলে নাড়ি মাথা।

ধরার বুকের স্নেহ কণাগুলি
ঘাস হয়ে ফুটে ওঠে।
মোরা তারই লাল নীল সাদা হাসি
রূপকথা নীল আকাশের বাঁশি --

শুনি আর দুলি শান্ত বাতাসে,
যখন তারারা ফোটে।


Post a Comment

0 Comments