জ্বলদর্চি

চাকরি চুরি /ভাস্করব্রত পতি

বাংলা প্যারোডি কবিতা, পর্ব - ৬

চাকরিচুরি

ভাস্করব্রত পতি

আমি যদি চট্টামি করে
বাপের দয়ায় চাকুরে হয়ে ফুটি,
দিনের বেলায় আমি, চুরির পরে
চাকরি নিয়ে করি লুটোপুটি,
তবে তোমরা আমার কাছে হারো
তখন কি আর বুঝতে আমায় পারো?

তোমরা হাঁকো, 'চাকরি, কোথায় ওরে?'
আমি শুধু হাসি দাঁত বের করে।
যখন শুধু চর্চা হবে আমায় নিয়ে
চুপিসাড়ে দেখবো কেবল চক্ষু মেলে।
চা চপ খেয়ে দুইকানেতে আঙ্গুল দিয়ে
ছেঁদো ওসব গল্পগুলো দেবো ফেলে।

এখান থেকে যেথায় তোমরা যাবে,
সব স্থানেতেই আমার কীর্তি পাবে।
তখন কিছুই করতে পারবে না সে
কেবল চোখে ভুয়ো স্বপ্ন আসে।
সকাল সন্ধ্যে নানান বই হাতে,
পড়তে বসো চাকরি চাইতে হলে।

দুঃখের ছায়া মনের জানালাতে,
পড়বে ঠিকই সবার শুন্য কোলে।
আমি কেবল আমার চাকরি খানি
দেখাবো সবার চোখের কাছে আনি --
তখন কেউই ভাবতে পারবে না সে,
কেমন করে 'চোরাই চাকরি' ভাসে।

স্বাদ আহ্লাদ স্বপ্নগুলো জ্বেলে
ডিগ্রিগুলো রাখবে গোয়ালঘরে
দালালগুলো টাকার খেলা খেলে
ভবিষ্যৎটা যাবেই যাবে ঝরে।
আবার আমি নেতার মেয়ে হব,
'চাকরি চাই' বাবায় গিয়ে কব।
তোমরা বলবে, "যোগ্যতাটা কোথা?"
বলবো আমি, "থাক না ওসব কথা!"



লুকোচুরি

রবীন্দ্রনাথ ঠাকুর

আমি যদি দুষ্টুমি ক’রে
চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি,
ভোরের বেলা মা গো, ডালের ‘পরে
কচি পাতায় করি লুটোপুটি,
তবে তুমি আমার কাছে হারো,
তখন কি মা চিনতে আমায় পারো।

তুমি ডাক, ‘খোকা কোথায় ওরে।’
আমি শুধু হাসি চুপটি করে।
যখন তুমি থাকবে যে কাজ নিয়ে
সবই আমি দেখব নয়ন মেলে।
স্নানটি করে চাঁপার তলা দিয়ে
আসবে তুমি পিঠেতে চুল ফেলে;

এখান দিয়ে পুজোর ঘরে যাবে,
দূরের থেকে ফুলের গন্ধ পাবে –
তখন তুমি বুঝতে পারবে না সে
তোমার খোকার গায়ের গন্ধ আসে।
দুপুর বেলা মহাভারত-হাতে
বসবে তুমি সবার খাওয়া হলে,

গাছের ছায়া ঘরের জানালাতে
পড়বে এসে তোমার পিঠে কোলে,
আমি আমার ছোট্ট ছায়াখানি
দোলাব তোর বইয়ের ‘পরে আনি –
তখন তুমি বুঝতে পারবে না সে
তোমার চোখে খোকার ছায়া ভাসে।

সন্ধেবেলায় প্রদীপখানি জ্বেলে
যখন তুমি যাবে গোয়ালঘরে
তখন আমি ফুলের খেলা খেলে
টুপ্‌ করে মা, পড়ব ভুঁয়ে ঝরে।
আবার আমি তোমার খোকা হব,
‘গল্প বলো’ তোমায় গিয়ে কব।
তুমি বলবে, ‘দুষ্টু, ছিলি কোথা।’
আমি বলব, ‘বলব না সে কথা।’

জ্বলদর্চি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন। 👇



 

 

Post a Comment

0 Comments