জীবনের মানে
বিভাস মণ্ডল
যে মেয়েটা এই তো সেদিন ছুটছিল বেশ খেলছিল,
সেও আজ বুঝে গেছে বদলে গেছে দিনগুলো।
সকাল-বিকাল হাসি ঠাট্টা আনন্দেরই হিল্লোলে,
সেও আজ বুঝে গেছে জীবনের এই নাটশালে।
জীবন-নাট্যের ওঠাপড়ায় সবার জীবন সমান নয়,
সবার কি আর রাজপ্রাসাদে জন্ম নেবার ভাগ্য হয়?
রেলস্টশনের গলির ধারে জন্ম থেকে হল বড়,
সেও আজ বাঁচতে গিয়ে কলজেটাকে করছে দড়।
দাঁতে দাঁত চেপে পাঞ্জা কষে
যাচ্ছে সে তো নিরুদ্দেশে,
একটা কিছু কাজের খোঁজে
জীবনকে ভালবেসে।

শালগ্ৰাম শিলা
মায়া দে
শব্দহীন কষ্টগুলো জীবনভর বুকের ভেতর।
ঠিক ঠাকুর ঘরে পরিপাটি বসিয়ে রাখা শালগ্ৰাম শিলা।
দেবতা চিরকাল রয়েছেন জেগে।
কিসের বিনিময়ে?
পরিপাটি জীবনের ক্লান্তি
আমায় শান্তি দেয় না এক রাত্রি।
যা চেয়েছি পাইনি কিছুই
শূন্য হাত। শূন্য মন।
নিয়তি নিরুপায়।
জাগ্ৰত দেবতায় । নৈবেদ্যে পূজায়
ধূপ ধূনায় সাজানো পরিপাটি।
আমাকে জানেন তিনি। চেনেন।
জানেন আমার শূন্যতা , আকুলতা।
নিয়তির মতো তিনিও অসহায়।
না নড়েন। না চড়েন।
মহাজাগতিক বিপর্যয় ঘটুক
জাগো দেবতা জাগো-
একবার নড়ে দেখাও--
হে শালগ্ৰাম শিলা।
নৈলে কিসের বিনিময়ে এই পারিপাট্য?
জ্বলদর্চি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন। 👇
2 Comments
দুটো কবিতাই অসাধারণ
ReplyDeleteঅসাধারণ
ReplyDelete